Sports News

মুখে আঙুল দিয়ে কী বলতে চাইলেন বিরাট

২০০২ এর ন্যাট ওয়েস্ট ট্রফির ফাইনাল মনে আছে নিশ্চয় সকলের। লর্ডসের ব্যালকনিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেই জার্সি ওড়ানোর দৃশ্য এখনও তাজা ক্রিকেটপ্রেমীদের মনে। ইংরেজদের চোখে চোখ রেখে পাল্টা দেওয়ার ক্ষমতাটা দেখিয়েছিলেন সেই সময়ের অধিনায়ক সৌরভ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৬ ২১:৫৭
Share:

এ ভাবেই থামালেন প্রতিপক্ষকে।ছবি: রয়টার্স।

২০০২ এর ন্যাট ওয়েস্ট ট্রফির ফাইনাল মনে আছে নিশ্চয় সকলের। লর্ডসের ব্যালকনিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেই জার্সি ওড়ানোর দৃশ্য এখনও তাজা ক্রিকেটপ্রেমীদের মনে। ইংরেজদের চোখে চোখ রেখে পাল্টা দেওয়ার ক্ষমতাটা দেখিয়েছিলেন সেই সময়ের অধিনায়ক সৌরভ। কারণ, তার আগেই ওয়াংখেড়েতে একইভাবে জার্সি উড়িয়েছিলেন ইংল্যান্ডের ফ্লিনটফ। মনে রেখেছিলেন সৌরভ। ওদের মাঠে তাই ন্যাট ওয়েস্ট ট্রফি জিতে পাল্টা ছুঁড়ে দিয়েছিলেন তিনি। সেই স্মৃতি আবার ফিরিয়ে দিলেন ক্যাপ্টেন কোহালি।

Advertisement

তৃতীয় টেস্টের শুরু থেকেই কোহালি-স্টোকসের মধ্যে একটা উত্তপ্ত ব্যাপার চলছিলই। যে কারণ প্রথম দিন আউট হয়ে মাঠ ছাড়ার সময় কোহালিকে উদ্দেশ্য করে কোনও মন্তব্য করে আইসিসির সাবধানবার্তাও পেয়েছেন স্টোকস। দ্বিতীয় দিন কোহালিকে প্যাভেলিয়নে পাঠিয়ে ‘ঠোট সিল’ করে দেওয়ার মতো অঙ্গভঙ্গি করেছিলেন তিনি। আর তৃতীয় দিন পাল্টাটা দিলেন বিরাট কোহালি। জয়ন্ত যাদবের বলে স্টোকস আউট হতেই দেখা গেল সেই দৃশ্য। যেখানে মুখে আঙুল দিয়ে চুপ করার ভঙ্গি করছেন কোহালি। এই পাল্টা ছুড়ে দেওয়া রাস্তাটা দেখিয়েছিলেন সৌরভই। ফিরিয়ে আনলেন বিরাট।

আরও খবর

Advertisement

জীবনের প্রথম টেস্ট সেঞ্চুরি হারিয়েও হতাশ নন জাডেজা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement