Sports News

বিরাট কোহালির প্রেরণা কোনও ক্রিকেটার নন

বিরাট কোহালির প্রেরণা নাকি ক্রিস্টিয়ানো রোনাল্ডো? হ্যাঁ, নতুন বছরের শুরুতে এটাই ফাঁস করলেন স্বয়ং কোহালিই। গত বছরটা ছিলেন ফর্মের তুঙ্গে। যখন, যেখানে, যে ভূমিকায় নেমেছেন সাফল্য ছিল সব সময়ের সঙ্গী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৭ ২১:০৪
Share:

বিরাট কোহালির প্রেরণা নাকি ক্রিস্টিয়ানো রোনাল্ডো? হ্যাঁ, নতুন বছরের শুরুতে এটাই ফাঁস করলেন স্বয়ং কোহালিই। গত বছরটা ছিলেন ফর্মের তুঙ্গে। যখন, যেখানে, যে ভূমিকায় নেমেছেন সাফল্য ছিল সব সময়ের সঙ্গী। সেই বিরাট কোহালি জানিয়ে দিলেন অনেক ক্ষেত্রেই রোনাল্ডো তাঁর অনুপ্রেরণা। রোনাল্ডোর কাজের দর্শন তাঁকে ভাবায়। বলেন, ‘‘আমি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর থেকে অনেক প্রেরণা পাই। যে ভাবে ও টানা দীর্ঘদিন ফর্মের তুঙ্গে টিকে রয়েছে, এটা যে হার্ড ওয়ার্ক ছাড়া আর কিছুই না সেটা বোঝা যায়। আমি শুনেছি ও বিশ্বের সব থেকে হার্ড ওয়ার্কিং ফুটবলার। যে কারণেই ও এখানে।’’

Advertisement

আরও খবর: নববর্ষে ‘বিরুষ্কা’ বাগদান নিয়ে জল্পনা দেশ জুড়ে

তাঁর পছন্দের ক্রীড়া ব্যাক্তিত্ব যখন রোনাল্ডো তখন মেসির নাম আসবে না তা আবার হয় নাকি? কোহালির মতে মেসি জিনিয়াস কিন্তু রোনাল্ডো আজ যেখানে সেটা নিজের কৃতিত্বে। এই বছর শুধু টেস্টেই ১২১৫ রান করেছেন। সব ফর্ম্যাট মিলে কোহালির রান ২৫০০। নিজেকে নিয়ে বলতে গিয়ে ভারতের টেস্ট অধিনায়ক বলেন, ‘‘আমি নিজের খেলাটাকে ক্রমশ ভাল মতো বুঝতে শিখেছি। আমার ক্ষমতা আছে বা যা ভুল-ত্রুটি রয়েছে তা নিয়ে আমি খুশি। আমি নিজের যোগ্যতাকে বিচার করতে পারি।’’ তাঁর মতে, নিজের মধ্যে সঠিক ভারসাম্যটা খুঁজে পাওয়াও দরকার। ধারাবাহিকতা অনেকটাই নির্ভর করে খেলার ফ্লোর ওপর। সেটা বুঝতে পারলেই টেস্ট ক্রিকেটে রান করা যায়। বিশেষ করে নিজের খেলায় এটাই খোঁজে বলে দাবি করেন বিরাট। বলেন, ‘‘তোমার খেলাটা নির্ভর করে অবস্থার উপর। যখন ব্যাট করতে নামছি তখন কেমন চাপ রয়েছে। হয় তুমি দেখবে চারজন দাঁড়িয়ে আছে স্লিপে অথবা শুধু বাউন্ডারি। বাহ্যিক চাপগুলো আমি এখন উপভোগ করি। ওটা থেকে পালাতে চাইলেই আরও বেশি তাড়া করবে। আর সেটা পারফর্মেন্সের উপর প্রভাব ফেলবে। তাই আমি সব চাপ সঙ্গে নিয়েই চলি আর শিখি কী ভাবে এটার সঙ্গে মানিয় নেব।’’

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন