Sports News

বিরাটের কোলে এ কোন সেলেব কন্যা?

জিবার পর হিনায়ার সঙ্গে বিরাটের ছবি ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। ক্রিকেট মাঠের খারাপ সময় কাটল হিনায়ার আদরে। যা নিয়ে আপ্লুত ভারত অধিনায়ক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মে ২০১৭ ১৫:৪৭
Share:

এই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করলেন বিরাট কোহালি।

জিবার পর হিনায়ার সঙ্গে বিরাটের ছবি ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। ক্রিকেট মাঠের খারাপ সময় কাটল হিনায়ার আদরে। যা নিয়ে আপ্লুত ভারত অধিনায়ক।

Advertisement

আরও খবর: উথাপ্পাকে শান্ত করলেন যুবরাজ

সময়টা বেশ খারাপ যাচ্ছে বিরাট কোহালির। আইপিএল-এ দলের হাল বেহাল। হারতে হারতে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। সেমিফাইনালে যাওয়া প্রায় অসম্ভব। নিজেরও ব্যাটে রান নেই। দলের হারের মধ্যে নিজের ব্যাডপ্যাচ কাটিয়ে উঠতে না পারার যন্ত্রণাটা তো রয়েছেই। শেষ ম্যাচে মাত্র ২০ রানেই আউট হয়ে গিয়েছেন। এই অবস্থায় যেন একটু রিলিফ ওই ছোট ছোট হাতগুলোর তাঁর গালে খেলে যাওয়া। কখনও সে হরভজনের মেয়ে তো কখনও ধোনির।

Advertisement

দেখুন সেই ছবি 👀😃❤ 🙏😇

👀😃❤ 🙏😇

মঙ্গলবার ওই ছোট ছোট হাতের ছোঁয়ায় যেন হাসি ফিরল বিরাট কোহালির মুখে। নিজেই সেই ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রামে। যেখানে দেখা যাচ্ছে হরভজনের মেয়ে হিনায়া বিরাটের কোলে উঠে আবার তাঁরই দাঁড়ি নিয়ে খেলছে। আর সেটাই লিখেছেন বিরাট। দ্বিতীয় ছবিটি আগেই পোস্ট করেছিলেন। যেখানে দেখা যাচ্ছে ধোনির মেয়ে জিবা তাঁর ফোন নিয়ে খেলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement