Sports News

কেন বাদ পড়লেন কুলদীপ, ঋষভ?

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দলে জায়গা হয়নি দুই উদীয়মান ক্রিকেটারের। দলে বিশেষ কোনও চমক নেই। কিন্তু সদ্য নজরকাড়া দুই ক্রিকেটারের দলে জায়গা না পাওয়া নিয়ে কথা উঠছে। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ সিরিজে এই দলই খেলেছিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ মে ২০১৭ ১৭:৪৭
Share:

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দলে জায়গা হয়নি দুই উদীয়মান ক্রিকেটারের। দলে বিশেষ কোনও চমক নেই। কিন্তু সদ্য নজরকাড়া দুই ক্রিকেটারের দলে জায়গা না পাওয়া নিয়ে কথা উঠছে। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ সিরিজে এই দলই খেলেছিল। সেখানে ঋষভ বা কুলদীপের জায়গা হওয়াটা বেশ কঠিনই ছিল। তার মধ্যে যখন ধোনি রয়েছেন দলে সেখানে পন্থের জায়গা করে নেওয়াটা বেশ কঠিন। মুখ্য নির্বাচক এমএসকে প্রসাদ বলেন, ‘‘ঋষভকে নিয়ে আমরা খুশি। কিন্তু ওর জায়গা হল না দলের কম্বিনেশনের জন্য। কিন্তু ওকে ভবিষ্যতের জন্য তৈরি করব আমরা।’’

Advertisement

আরও খবর: চ্যাম্পিয়ন্স ট্রফি: দলে ফিরলেন মহম্মদ শামি, রোহিত শর্মা

অন্যদিকে কুলদীপ যাদব, যিনি শেষ টেস্ট সিরিজে নজর কেড়েছিলেন সঙ্গে আইপিএলেও ভাল করছেন কলকাতার হয়ে। তার পরও সুযোগ হয়নি তার। প্রসাদ অবশ্য যুক্তি দিয়েছেন তাঁর পিছনে। বলেন, ‘‘হ্যাঁ ও ভাল খেলেছে। কুলীদপের কোয়ালিটির জন্যই তাঁকে দলে রাখা হয়েছিল। এমন নয় যে অশ্বিনের ফর্মের জন্য।’’ তিনি আরও বলেন, ‘‘আমরা যখন ৫০ ওভারের ক্রিকেটের কথা ভাবব তখন অল-রাউন্ড পারফর্ম্যান্সের কথাই ভাবব। আইপিএল দারুণ মঞ্চ যেখান থেকেই আমরা ওদের তুলে এনে তৈরি করব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement