গোয়ায় রোনাল্ডিনহো

রোনাল্ডিনহো-রায়ান গিগস-হার্নান ক্রেসপোদের কি ভারতে খেলতে দেখা যাবে? লুইস ফিগো থেকে বিরাট কোহালি— হেভিওয়েট সব নাম জড়িয়ে রয়েছে প্রিমিয়ার ফুটসলের সঙ্গে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৬ ০৩:৫০
Share:

রোনাল্ডিনহো

রোনাল্ডিনহো-রায়ান গিগস-হার্নান ক্রেসপোদের কি ভারতে খেলতে দেখা যাবে?

Advertisement

লুইস ফিগো থেকে বিরাট কোহালি— হেভিওয়েট সব নাম জড়িয়ে রয়েছে প্রিমিয়ার ফুটসলের সঙ্গে। তার উপর এ দিন আরও একটা চমক দিলেন সংগঠকরা। ব্রাজিলিয়ান সুপারস্টার রোনাল্ডিনহোর নাম ঘোষণা করে দিয়ে। সংগঠকদের দাবি অনুযায়ী, রোনাল্ডিনহো খেলবেন গোয়ার মার্কি ফুটবলার হিসেবে। বেঙ্গালুরুর মার্কি প্লেয়ার পল স্কোলস। মিশেল সালগাদো আবার কোচির মার্কি প্লেয়ার। ফালকাওকে মার্কি প্লেয়ার হিসেবে নিয়েছে চেন্নাই। রায়ান গিগস এবং হার্নান ক্রেসপো যথাক্রমে মুম্বই এবং কলকাতার মার্কি ফুটবলার হিসেবে যোগ দিতে চলেছেন। এ ছাড়া বাকি ফুটবলার যারা ছ’টি টিমে রয়েছেন, তাঁরা কেউই সে ভাবে পরিচিত নন।

এ দিকে ভারতীয় ফুটবল ফেডারেশন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, এই টুর্নামেন্টের অনুমতি তারা দেবে না। ১৫ জুলাই থেকে শুরু হতে চলা প্রিমিয়ার ফুটসল নিয়ে তাই চলছে নানা জল্পনা। টেকনিক্যাল কারণ দেখিয়ে আয়োজকরা আবার দিল্লি এবং হায়দরাবাদকে ছেঁটে ফেলেছে এই টুর্নামেন্ট থেকে। যার ফলে ছ’টি টিম নিয়ে ২০১৬ প্রিমিয়ার ফুটসল হতে চলেছে। মঙ্গলবার এর ক্রীড়াসূচিও ঘোষণা করা হয়েছে। কলকাতার প্রথম ম্যাচ ১৫ জুলাই। ম্যাচগুলো হওয়ার কথা চেন্নাই এবং গোয়ায়।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন