Wimbledon 2018

ম্যারাথন লড়াইয়ে নাদাল-বধ, ফাইনালে জকোভিচ

শনিবার নাদাল-জকোভিচের পাঁচ সেটের ম্যাচ হল উইম্বলডন সেমিফাইনালে দ্বিতীয় দীর্ঘতম। ম্যাচের ফল ৬-৪, ৩-৬, ৭-৬, ৩-৬, ১০-৮।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৮ ২১:০২
Share:

দুই মহারথী। নাদালকে হারানোর পর জকোভিচ (ডান দিকে)। ছবি: রয়টার্স।

পাঁচ ঘণ্টা ১৫ মিনিটের ম্যারাথন লড়াইয়ে বাজিমাত করলেন নোভাক জকোভিচ। উইম্বলডনের ইতিহাসে যা দ্বিতীয় দীর্ঘতম সেমিফাইনাল। শুক্রবার কেভিন অ্যান্ডারসন-জন ইসনারের প্রথম সেমিফাইনাল চলেছিল ছয় ঘণ্টা ৩৬ মিনিট। যা ছিল গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলসের ইতিহাসে দ্বিতীয় দীর্ঘতম।

Advertisement

শনিবার নাদাল-জকোভিচের পাঁচ সেটের ম্যাচ হল উইম্বলডন সেমিফাইনালে দ্বিতীয় দীর্ঘতম। ম্যাচের ফল ৬-৪, ৩-৬, ৭-৬, ৩-৬, ১০-৮। সেন্টার কোর্টে বিশ্বের এক নম্বর নাদালকে হারানোর পর ফাইনালে জকোভিচের সামনে অষ্টম বাছাই কেভিন অ্যান্ডারসন।

১২ নম্বর বাছাই জকোভিচ রবিবার নামবেন উইম্বলডনের চতুর্থ খেতাবের লক্ষ্যে। এখনও পর্যন্ত ১২টি গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতেছেন তিনি। কিন্তু, গত দুই বছরে কোনও গ্র্যান্ড স্ল্যাম খেতাব জেতেননি তিনি। কনুইয়ের চোটে ভুগছিলেন তিনি। অস্ত্রোপচারও করতে হয়।

Advertisement

আরও পড়ুন: নিঃশব্দ কান্নাও বুঝিয়ে দেয় দেশপ্রেম কাকে বলে, দেখুন ভিডিয়ো

আরও পড়ুন: ঘৃণা আর চোখরাঙানিকে পিছনে ফেলে এই বিশ্বকাপ আসলে উদ্বাস্তুদের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement