কোম্পানির চোট, চিন্তায় বেলজিয়াম

রাশিয়া বিশ্বকাপে কোম্পানিরই বেলজিয়ামকে নেতৃত্ব দেওয়ার কথা। ৩২ বছর বয়সি এই সেন্ট্রাল ব্যাক ম্যাঞ্চেস্টার সিটিরও অধিনায়ক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ জুন ২০১৮ ০৫:০২
Share:

ধাক্কা: কোম্পানির বিশ্বকাপ ভাগ্য নিয়ে প্রশ্ন উঠে গেল। ফাইল চিত্র

বেলজিয়াম বিশ্বকাপ দলেও চোট-আতঙ্ক। পর্তুগালের সঙ্গে ০-০ ড্র করা ম্যাচে কুঁচকিতে মারাত্মক চোট পেলেন ভ্যানসঁ কোম্পানি।

Advertisement

দ্বিতীয়ার্ধে পর্তুগালের জেলসন মার্টিনোকে রুখতে অতিরিক্ত উৎসাহ দেখাতে গিয়ে নিজের বিপদ ডেকে আনলেন কোম্পানি। এতটাই মারাত্মক ভাবে তাঁর কুঁচকিতে টান লাগল যে ফুটবলার পরিবর্তন পর্যন্ত অপেক্ষা না করে তিনি নিজেই মাঠ থেকে বেরিয়ে গেলেন। ঘটনায় কার্যত হতচকিত হয়ে যান বেলজিয়ামের কোচ রবের্তো মার্তিনেসও।

শনিবার ম্যাচের শেষে নিজের উদ্বেগ গোপন না করে কোচ বলে দিলেন, ‘‘হাতে মাত্র দু’টো দিন। ভিনির (কোম্পানির ডাকনাম) ব্যাপারে এই অল্প সময়ের মধ্যেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। ভিনি নিজেই আমাদের জানিয়েছে, হঠাৎই কুঁচকিতে ব্যথা শুরু হওয়ায় মাঠ থেকে বেরিয়ে এসেছে। সন্দেহ নেই এই ধাক্কাটা আমাদের প্রাপ্য ছিল না।’’ হতাশ মার্তিনেসের আরও কথা, ‘‘জানেন, শিবিরে প্রথম দিন থেকেই ভিনি প্রচণ্ড পরিশ্রম করছিল। সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিজেই দলকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিল।’’

Advertisement

রাশিয়া বিশ্বকাপে কোম্পানিরই বেলজিয়ামকে নেতৃত্ব দেওয়ার কথা। ৩২ বছর বয়সি এই সেন্ট্রাল ব্যাক ম্যাঞ্চেস্টার সিটিরও অধিনায়ক। কোচ বলেছেন, ‘‘ভিনির চোটের জায়গায় স্ক্যান করা হবে। আপাতত তার ফলাফলের জন্য অপেক্ষা করা ছাড়া অন্য কোনও উপায় নেই। ওর মতো ফুটবলারকে কেউই হারাতে চাইবে না। তাও বিশ্বকাপের মতো মঞ্চে। ভিনির অভিজ্ঞতা আমার দলের বিরাট সম্পদ। মাঠে সবার সঙ্গে ও যোগাযোগ রেখে খেলে। যা বেশির ভাগ দলেই বিরল।’’

ম্যাঞ্চেস্টার সিটির অধিনায়ক কোম্পানি কিন্তু এর আগেও নানা সময় চোট-আঘাতের সমস্যায় ভুগেছেন। তবে বিশ্বকাপের আগে এই ক’দিন তাঁকে রীতিমতো সুস্থই দেখিয়েছে। এমনিতে রাশিয়া বিশ্বকাপে বেলজিয়ামকে খেতাবের অন্যতম দাবিদারও বলছেন ফুটবল বিশ্লেষকরা। সেখানে কোম্পানির চোট দলের কাছে একটা বড় ধাক্কা। বিশ্বকাপে বেলজিয়াম আছে গ্রুপ জি-তে। ইংল্যান্ড, তিউনিসিয়া ও পানামার সঙ্গে। সন্দেহ নেই বেলজিয়াম ও ইংল্যান্ডের পক্ষে বেশ সহজ গ্রুপ। তবে কোম্পানি না থাকলে বেলজিয়াম কেমন খেলবে তা নিয়ে অনেকেরই মনে সংশয় রয়েছে। তিনি দেশের হয়ে ইতিমধ্যেই ৭৭টি ম্যাচ খেলে ফেলেছেন। জাতীয় দলের জার্সিতে তাঁর অভিষেক হয়েছিল ২০০৪ সালে। মার্তিনেস বলেছেন, ‘‘আমরা সবাই চিন্তায় থাকলাম। ছেলেটা শিবিরে নিজেকে উজাড় করে দিচ্ছিল। ও দলে থাকার মানেই হল প্রত্যেকের ইতিবাচক মানসিকতা নিয়ে খেলা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন