খুদে ভক্তেরাই প্রেরণা, বলছেন সি আর সেভেন

পর্তুগিজ ফুটবল ফেডারেশনও (এফপিএফ) বিশেষ ভাবে সক্ষম এই দুই শিশু-সমর্থকের সঙ্গে তাদের অধিনায়কের আলাপচারিতায় মুগ্ধ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ জুন ২০১৮ ০৩:৩৭
Share:

 মানবিক: জোয়াওয়ের কপালে চুম্বন রোনাল্ডোর। ছবি: টুইটার

বিশ্বকাপের প্রস্তুতি শিবিরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে লড়াইয়ের প্রেরণা দিচ্ছেন তাঁর দেশের বিশেষ ভাবে সক্ষম খুদে সমর্থকরা। সোমবারই প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছেন তিনি। পর্তুগাল অধিনায়ক জানিয়েছেন, অনুশীলনের মাঝে নিজেকে ফুরফুরে রাখছেন এই সব খুদে সমর্থকদের সঙ্গে সময় কাটিয়েই।

Advertisement

রাজধানী লিসবনের পশ্চিমে ওয়াইরাসে পর্তুগালের বিশ্বকাপ-প্রস্তুতি তুঙ্গে। সেখানেই মঙ্গলবার সকালে ইউরোপ চ্যাম্পিয়নদের বিশ্বকাপ জেতার জন্য শুভেচ্ছা জানাতে হাজির হয়ে গিয়েছিল দুই বিশেষ ভাবে সক্ষম রোনাল্ডো-ভক্ত। তাদের পরনে ছিল পর্তুগালের জার্সি। গলায় জাতীয় দলের প্রতীকযুক্ত স্কার্ফ। অনুশীলন সেরেই এই দুই খুদে ভক্তের সঙ্গে দেখা করেন রোনাল্ডো। তাঁকে সামনে দেখে দুই সমর্থকই প্রথমে অবাক হয়ে গিয়েছিল। পরে তাদের প্রিয় ফুটবলারের কাছে বিশ্বকাপ পর্তুগালে নিয়ে আসার জন্য আবদারও করে জোয়াও ও ফ্রান্সেসকা।

জোয়াওকে কপালে চুম্বন করেন রোনাল্ডো। দু’জনের সঙ্গেই তোলেন নিজস্বী। সঙ্গে দুই খুদে ভক্তের জার্সিতে নিজের সইও দেন তিনি। জোয়াও ও ফ্রান্সেসকার অভিভাবকদের কাছ থেকে দু’জনের চিকিৎসার ব্যাপারেও খোঁজখবর নেন। পরে উপস্থিত সাংবাদিকদের রোনাল্ডো বলে যান, ‘‘এই খুদে ভক্তরাই আমার প্রেরণা। ওদের লড়াই মনের জোর বাড়ায়।’’

Advertisement

পর্তুগিজ ফুটবল ফেডারেশনও (এফপিএফ) বিশেষ ভাবে সক্ষম এই দুই শিশু-সমর্থকের সঙ্গে তাদের অধিনায়কের আলাপচারিতায় মুগ্ধ। সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে ফ্রান্সেসকা ও জোয়াওয়ের সঙ্গে রোনাল্ডোর ছবি দিয়ে তারা শিরোনাম করেছে, ‘আবেগ ও আনন্দময় মুহূর্ত’। সঙ্গে লিখেছে, ‘স্বপ্ন আমরা সকলেই দেখি। সাহসীরাই সেই স্বপ্নকে সত্যি প্রমাণিত করতে পারে। জাতীয় দলকে শুভেচ্ছা জানাতে এসে জোয়াও আর ফ্রান্সেসকা আজ যেমন আলাপ করল ওদের নায়ক রোনাল্ডোর সঙ্গে।’

এ দিকে, মঙ্গলবারই ছিল পাঁচ বারের ব্যালন ডি ওর জয়ী এই ফুটবলারের যমজ সন্তান ইভা ও মাতেওয়ের প্রথম জন্মদিন। চার সন্তানের বাবা রোনাল্ডো তাই সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে তাঁর ও বান্ধবী জর্জিনা রদ্রিগেজ-সহ পরিবারের ছবি পোস্ট করেন। সঙ্গে লিখে দেন, ‘আমার সন্তান ইভা ও মাতেও তাদের এক বছর পূর্ণ করল। আমার সন্তানদের শুভেচ্ছা।’

বিশ্বকাপে গ্রুপ ‘বি’-তে স্পেনের সঙ্গে রয়েছে পর্তুগাল। তাদের গ্রুপের বাকি দুই দল হল মরক্কো এবং ইরান। ১৫ জুন বিশ্বকাপ অভিযান শুরু করবে ফের্নান্দো স্যান্টোসের পর্তুগাল। প্রতিপক্ষ স্পেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন