মদ্রিচকেই ভয় পাচ্ছে আইসল্যান্ড

হ্যালগ্রিমসনের কথা সত্যি হলে ২০১০ সালের সার্বিয়ার পরে আইসল্যান্ডই প্রথম অভিষেক বিশ্বকাপে খেলতে এসে নকআউটে উঠবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ জুন ২০১৮ ০৪:৩৪
Share:

রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে চমকে দিয়েছে ক্রোয়েশিয়া। তবু লুকা মদ্রিচদের বিরুদ্ধে মঙ্গলবার আত্মবিশ্বাসী আইসল্যান্ডের কোচ হেইমির হ্যালগ্রিমসন। বললেন, ‘‘যোগ্যতা অর্জনের প্রতিযোগিতার গ্রুপে আমরা ওদের চেয়ে এগিয়ে ছিলাম। আইসল্যান্ডের মাটিতে ওদের হারিয়েওছি। তাই এখানেও ওদের হারানোর মতো আত্মবিশ্বাসটা অন্তত আমাদের আছে।’’ আইসল্যান্ড কোচ অবশ্য জানাননি যে দু’দেশের শেষ ছ’টি সাক্ষাতে ক্রোয়েশিয়াই জিতেছে চার বার। একটি ড্র হয়েছে। সে সব মনে না করিয়ে বরং তাঁর প্রতিক্রিয়া, ‘‘আশা করছি শেষ ষোলোয় যেতে সমস্যা হবে না।’’ হ্যালগ্রিমসনের কথা সত্যি হলে ২০১০ সালের সার্বিয়ার পরে আইসল্যান্ডই প্রথম অভিষেক বিশ্বকাপে খেলতে এসে নকআউটে উঠবে। এ দিকে, হ্যালগ্রিমসনের কথাতে পরিষ্কার, তাঁরা ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচকেই ভয় পাচ্ছেন। সতীর্থ মদ্রিচকে নিয়ে উচ্ছ্বসিত ক্রোয়েশিয়ার ডিফেন্ডার দেহান লভরেন, ‘‘লুকার সঙ্গে খেলি। আমার কাছে এটা বিরাট পাওয়া। জার্মানি বা স্পেনের ফুটবলার হলে ও অনেক বেশি প্রচারের আলো পেত। হয়তো ব্যালন ডি’ওর-ই জিতত।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement