FIFA World Cup 2018

খেলা দেখে মারাদোনা এবার কত টাকা পেলেন জানেন?

কিন্তু, জানেন কী আর্জেন্টিনার হয়ে প্রতি ম্যাচে গ্যালারিতে বসার জন্য কত টাকা করে পেয়েছেন তিনি?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জুলাই ২০১৮ ১৭:০১
Share:

উচ্ছ্বসিত দিয়েগো।অভিবাদন সমর্থকদের উদ্দেশে। বার বার এমনই ছবি দেখা গিয়েছে। ফাইল চিত্র।

লিগ পর্বে মাঠে লড়াই চালাচ্ছিল তাঁর দল। আর তখনই গ্যালারিতে বসে গলা ফাটাতে দেখা গিয়েছিল তাঁকে। কখনও আবেগে পাশে বসে থাকা বন্ধুকে জড়িয়ে ধরছেন। কখনও নিজের মুখ দু’ হাতে চেপে ধরছেন। কখনও বা লাফিয়ে উঠছেন।

Advertisement

কখনও ডানা মেলার মতোই মেলে দিচ্ছেন দু’হাত, তো কখনও নাইজিরীয় সমর্থকদের উদ্দেশে অশ্লীল অঙ্গভঙ্গি করেছেন। ক্যামেরায় ধরাও পড়েছে উত্তেজিত মারাদোনার সেই ছবি। তার জন্য সমালোচনার মুখেও পড়েছেন তিনি। মাঠে নেই, কিন্তু মাঠে যেন দাপিয়ে বেরাচ্ছিলেন দিয়েগো মারাদোনা।

কিন্তু, জানেন কী আর্জেন্টিনার হয়ে প্রতি ম্যাচে গ্যালারিতে বসার জন্য কত টাকা করে পেয়েছেন তিনি?

Advertisement

অঙ্কটা নেহাত কম নয়। খেলা দেখার জন্য ম্যাচ প্রতি ১০ হাজার পাউন্ড (প্রায় ন’লাখ টাকা) করে পেয়েছেন তিনি।

আরও পড়ুন: যে যে কারণে ফ্রান্সের কাছে হারল আর্জেন্টিনা

দিয়েগোর এই অর্থ লাভের নেপথ্যে রয়েছে ফিফার একটা বিশেষ পরিকল্পনা।

কী সেই পরিকল্পনা?

আরও পড়ুন: মাসচেরানোর অবসর ঘোষণা, মেসিরও কি শেষ বিশ্বকাপ?

ফিফা সূত্রে খবর, যে দেশের খেলা চলবে, সেই দেশের অন্তত কোনও এক জন প্রাক্তন ফুটবলারকে গ্যালারিতে থাকার জন্য আমন্ত্রণ জানানো হবে। যাঁরা তাঁদের দেশের প্রতিনিধি, অ্যাম্বাসেডর হিসেবে মাঠে উপস্থিত থাকবেন।

সেই পরিকল্পনা অনুযায়ী আমন্ত্রণ জানানো হয়েছিল বহু প্রাক্তনকে। নিজ নিজ দেশের খেলার সময় তাঁদের গ্যালারিতে বসে গলা ফাটাতে দেখা গিয়েছে।

তালিকায় ছিলেন কার্লোস ভালদেরামা, রোনাল্ডো, কার্লোস পুয়োলের মতো প্রাক্তনরা। তবে সবার থেকে নজর কেড়েছেন দিয়েগো মারাদোনা।

আর এ বার টাকার অঙ্কেও সম্ভবত অন্যদের থেকে নজর নিজের দিকে কেড়ে নিলেন ফুটবলের রাজপুত্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement