অনেকেই নাটকবাজ আছে, মত জোসের

এ বার ব্রাজিলীয় স্ট্রাইকারের খেলা সম্পর্কে মুখ খুললেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ম্যানেজার জোসে মোরিনহো। নেমারের পাশেই দাঁড়ালেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৮ ০৫:০৯
Share:

রাশিয়া বিশ্বকাপে নেমার দা সিলভা স্যান্টোস (জুনিয়র)-এর খেলার ধরন নিয়ে বিতর্ক তুঙ্গে। কেউ বলছেন, মাঠে পড়ে যাওয়ার অতিরিক্ত নাটক করছেন নেমার। কারও বক্তব্য, নেমারকে ছুঁলেই ফাউল দিচ্ছেন রেফারি। এরই মধ্যে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে ব্রাজিলীয় তারকাকে নিয়ে নানা রকমের রসিকতা করা হচ্ছে। যার একটিতে দেখা গিয়েছে বিপক্ষ দলের অধিনায়ক ‘টস’-এর সময় নেমারের সঙ্গে হাত মেলাতে যাচ্ছেন। আর বিপক্ষ অধিনায়কের সঙ্গে হাত মেলাতে গিয়েই পড়ে যাচ্ছেন নেমার!

Advertisement

এ বার ব্রাজিলীয় স্ট্রাইকারের খেলা সম্পর্কে মুখ খুললেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ম্যানেজার জোসে মোরিনহো। নেমারের পাশেই দাঁড়ালেন তিনি। মোরিনহোর বক্তব্য, ‘‘শুধু নেমারকে নিয়েই বিতর্ক শুরু হয়েছে বিশ্বকাপে। আমার তো মনে হয় প্রত্যেক দলেই ওর মতো ফুটবলারেরা রয়েছে যারা প্লে-অ্যাক্টিং‌ করে। হাল্কা ধাক্কা লাগলেই পড়ে যায় রেফারির ওপর চাপ সৃষ্টি করার জন্য। একা নেমার নাটক করলে কোনও অসুবিধা ছিল না। কিন্তু প্রত্যেক দলই যখন এ রকম করতে শুরু করে, তখন ফুটবলটা আর উপভোগ্য থাকে না।’’

ইংল্যান্ড বনাম কলম্বিয়া ম্যাচের দিকেই ইঙ্গিত করতে চেয়েছেন মোরিনহো। বিশ্বকাপের শেষ ষোলোর এই লড়াইয়ে সব চেয়ে বেশি ফাউল হয়েছে। দেখানো হয়েছে আটটি কার্ডও। যা দেখে প্রাক্তন ইংল্যান্ড ডিফেন্ডার রিয়ো ফার্ডিনান্ড বলেছেন, ‘‘ফুটবল দেখছি না কুস্তি!’’

Advertisement

মোরিনহো আরও বলেছেন, ‘‘আমি হ্যারি ম্যাগুয়্যারকে অনেক দিন ধরে চিনি। এত দিন জানতাম, ও খুব সৎ ফুটবলার। কিন্তু কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচে আমার ধারণা বদলে গিয়েছে। বিপক্ষের বক্সে ঢুকে পড়ে যাওয়ার নাটক করে পেনাল্টি পাওয়ার চেষ্টা করেছে হ্যারি। ওকে ধাক্কা না দিতেই পড়ে গিয়েছে। এই ধরনের ম্যাচে সারা বিশ্বের নজর থাকে। কোনও ফুটবলারেরই সেটা ভুলে যাওয়া উচিত নয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন