র‌্যামোসের বিদ্রুপ, মেসি এগিয়ে মারাদোনার চেয়ে

মারাদোনা যে গোদিনের কথা বলেছেন তিনি আতলেতিকো দে মাদ্রিদের ফুটবলার। উরুগুয়ের হয়ে এই বিশ্বকাপে খেলছেনও। তাঁর সঙ্গে তুলনা মোটে পছন্দ হয়নি র‌্যামোসের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ জুন ২০১৮ ০৩:৫১
Share:

সম্প্রতি দিয়েগো মারাদোনা মন্তব্য করেছেন, সের্খিয়ো র‌্যামোসের চেয়ে দিয়েগো গোদিন অনেক ভাল ডিফেন্ডার। ব্যাপারটা ভাল ভাবে নেননি রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার। তাই মারাদোনার কথার জবাব দিতে মন্তব্য করেছেন, ‘‘আর্জেন্টিনার লোকেরা জানে দিয়েগো মারাদোনা বিশ্বসেরা ফুটবলারের চেয়ে এক আলোকবর্য পিছিয়ে আছে। আমার কাছে সেরা আর্জেন্টাইন ফুটবলার একজনই। লিয়োনেল মেসি।’’

Advertisement

মারাদোনা যে গোদিনের কথা বলেছেন তিনি আতলেতিকো দে মাদ্রিদের ফুটবলার। উরুগুয়ের হয়ে এই বিশ্বকাপে খেলছেনও। তাঁর সঙ্গে তুলনা মোটে পছন্দ হয়নি র‌্যামোসের। তাই মারাদোনা আর্জেন্টিনারও সর্বকালের সেরা নয় সেটাই ঘুরিয়ে বলেছেন তিনি।

বুধবার সাংবাদিকরা ইরানের বিরুদ্ধে স্পেনের কষ্টার্জিত জয় নিয়েও প্রশ্ন করেন র‌্যামোসকে। তাঁর প্রতিক্রিয়া, ‘‘ওরা (ইরান) খেলতেই নেমেছিল সময় নষ্ট করতে। কিন্তু আমরা অন্য ভাবে জিততে চেয়েছিলাম।’’ ইরানের মতো দেশের বিরুদ্ধে নামমাত্র গোলে জিতলেও এই জয়ে খুশি স্পেনের অধিনায়ক র‌্যামোস। তিনি বলেছেন, ‘‘আমরা খুশি মনেই মাঠ ছেড়েছি। এই বিশ্বকাপে আমরা আর একটু এগোলাম। এ বার আমাদের লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউট পর্বে যাওয়া। আমার মনে হয় খেলার সব বিভাগেই আমাদের উন্নতি করার ক্ষমতা আছে।’’ গ্রুপ ‘বি’-তে স্পেন আর পর্তুগালের সমান সংখ্যক ম্যাচ খেলে পয়েন্ট এখন ৬। তবে এগিয়ে র‌্যামোসরাই। কারণ তাঁরা ফাউল করেছেন কম। কম দেখেছেন হলুদ কার্ডও। গ্রুপে স্পেনের এখন একটাই ম্যাচ বাকি। মরক্কোর সঙ্গে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন