Sport News

আফগানিস্তানের বিরুদ্ধে ঋদ্ধির পরিবর্ত কার্তিকই

সপ্তাহখানেক আগেই আনন্দবাজার প্রথম জানিয়েছিল, চোটের কারণে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে খেলতে পারবেন না ঋদ্ধিমান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ জুন ২০১৮ ০৩:৫৬
Share:

শিক্ষক: খুদেদের ক্রিকেট শেখানো শুরু ঋদ্ধির। ছবি: সুদীপ্ত ভৌমিক

ভারতের বিরুদ্ধে আফগানিস্তানের অভিষেক টেস্টে খেলতে পারবেন না উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। চোটের কারণে ভারতীয় টেস্ট দলের এই উইকেটকিপার-ব্যাটসম্যানকে বিশ্রামে পাঠালেন জাতীয় নির্বাচকরা। তাঁর জায়গায় ভারতীয় দলের উইকেটরক্ষা করতে দেখা যাবে দীনেশ কার্তিককে। যিনি টেস্ট দলে ফিরছেন দীর্ঘ আট বছর পরে।

Advertisement

সপ্তাহখানেক আগেই আনন্দবাজার প্রথম জানিয়েছিল, চোটের কারণে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে খেলতে পারবেন না ঋদ্ধিমান। তাঁর জায়গায় খেলতে পারেন দীনেশ কার্তিক। এ দিন সে কথাই জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ১৪ জুন থেকে বেঙ্গালুরুতে ভারতের বিরুদ্ধে তাদের অভিষেক টেস্ট খেলতে নামবেন রশিদ খানরা।

ভারতীয় ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত সচিব অমিতাভ চৌধুরী এ দিন এক বিবৃতিতে জানান, ‘‘আফগানিস্তানের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টে চোটের কারণে দলে নেই ঋদ্ধিমান। সে জায়গায় দলে এসেছেন দীনেশ কার্তিক। ভারতীয় ক্রিকেট বোর্ডের চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন ঋদ্ধিমান। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে ছয়-সাত সপ্তাহ সময় লাগবে ঋদ্ধিমানের। ভারতের আসন্ন ইংল্যান্ড সফরে যাতে পুরোপুরি সুস্থ অবস্থায় ঋদ্ধিমানকে পাওয়া যায়, তার জন্য বিশ্রাম দেওয়া হচ্ছে। ’’

Advertisement

আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হায়দরাবাদের হয়ে খেলতে নেমে ডান হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন ঋদ্ধিমান। যে কারণে আইপিএল ফাইনালে খেলতে পারেননি তিনি।

আফগানিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক এই টেস্টে খেলতে না পারা প্রসঙ্গে যদিও এ দিন কোনও মন্তব্য করেননি ঋদ্ধিমান। শনিবার সারাদিন কালীঘাট ক্লাবে ‘পি সেন কোচিং সেন্টার’-এ মেন্টর হিসেবে হাজির ছিলেন ঋদ্ধি। তিন ধাপে এ দিন কালীঘাট মাঠে কোচিং হয়। যেখানে সকালে ছয় থেকে বারো বছরের বাচ্চাদের। দুপুরে ১২-১৭ বছরের উঠতি ক্রিকেটারদের। আর বিকেলে ১৭-২৩ বছর বয়সিদের। প্রতিটি ক্ষেত্রেই হাজির হয়ে শিক্ষার্থীদের পরামর্শ দেন ঋদ্ধি। পরে ভারতীয় দল সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলে যান, ‘‘এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের চিকিৎসকরা জানাবেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন