আফগান টেস্টে অনিশ্চিত ঋদ্ধি

চলতি বছরের গোড়ার দিকে দক্ষিণ আফ্রিকা সফরেও ঋদ্ধি আঙুলে চোট পেয়েছিলেন। তাঁর পরিবর্তে দলে সুযোগ পেয়েছিলেন পার্থিব পটেল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ মে ২০১৮ ০৫:১২
Share:

আঙুলের চোটে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে অনিশ্চিত হয়ে প়ড়লেন ঋদ্ধিমান সাহা। ভারতের উইকেটকিপার আইপিএলে এই চোট পান। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। সেই ম্যাচেই চোট লাগে ঋদ্ধির। এই নিয়ে ভারতীয় বোর্ডের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘চোট সারাতে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে বিশেষজ্ঞের পরামর্শ নেবেন ঋদ্ধি। পাশাপাশি ভারতীয় বোর্ডের মেডিক্যাল টিম তাঁর চোটের উপরে নজর রাখবে।’’ বেঙ্গালুরুতে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের টেস্ট ১৪ জুন।

Advertisement

চলতি বছরের গোড়ার দিকে দক্ষিণ আফ্রিকা সফরেও ঋদ্ধি আঙুলে চোট পেয়েছিলেন। তাঁর পরিবর্তে দলে সুযোগ পেয়েছিলেন পার্থিব পটেল। কিন্তু পার্থিব চূড়ান্ত ব্যর্থ হন। বেঙ্গালুরুতেও তাই যদি ঋদ্ধি শেষ পর্যন্ত নামতে না পারেন, তা হলে তাঁর পরিবর্তে পার্থিব বা দীনেশ কার্তিক সুযোগ পেতে পারেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে সদ্য শেষ হওয়া আইপিএলে দারুণ খেলেছেন কার্তিক। তাই ঋদ্ধি এই টেস্টে খেলতে না পারলে পরিবর্ত হিসেবে কার্তিকই সুযোগ পাবেন কি না, সেটাই দেখার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement