গুজরাত ম্যাচে নেই ঋদ্ধি, টিমকে চা-চক্রে ডাক সৌরভের

তিন দিনের জন্য ঘরে ফেরা। তার পর ফের নয়াদিল্লিতে রাজকোট ম্যাচ খেলতে উড়ে যাওয়া। মনোজ তিওয়ারির টিম বাংলার নির্ঘণ্ট এখন এটাই। সোমবার দুপুরে শহরে ফিরল টিম বাংলা। তিন জন শুধু টিমের সঙ্গে আসেননি। প্রজ্ঞান ওঝা, অভিমন্যু ঈশ্বরণ এবং কোচ সাইরাজ বাহুতুলে যে যাঁর বাড়ি ফিরে গেলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৬ ০৪:১৩
Share:

তিন দিনের জন্য ঘরে ফেরা। তার পর ফের নয়াদিল্লিতে রাজকোট ম্যাচ খেলতে উড়ে যাওয়া। মনোজ তিওয়ারির টিম বাংলার নির্ঘণ্ট এখন এটাই।

Advertisement

সোমবার দুপুরে শহরে ফিরল টিম বাংলা। তিন জন শুধু টিমের সঙ্গে আসেননি। প্রজ্ঞান ওঝা, অভিমন্যু ঈশ্বরণ এবং কোচ সাইরাজ বাহুতুলে যে যাঁর বাড়ি ফিরে গেলেন। আগামী ৩ নভেম্বর এঁরা যোগ দেবেন টিমের সঙ্গে। নয়াদিল্লিতে।

এমনিতে পরপর দু’ম্যাচে ছ’পয়েন্ট তুলে বেশ ফুরফুরে মেজাজে টিম বাংলা। এ দিন বিমানবন্দরে অশোক দিন্দা নতুন বোলারদের সঙ্গে তাঁর জুটি নিয়ে বলে দেন, ‘‘নতুনরা বেশ ভাল। আমি সব সময় চেষ্টা করি, জুনিয়রদের গাইড করার। সবচেয়ে ভাল ব্যাপার, ওরা আমাকে মানে। যা বলি শোনে।’’

Advertisement

রেলওয়েজের বিরুদ্ধে দশ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়েছেন দিন্দা। রেলকে দেখলে কি স্পেশ্যাল কিছু হয়? বাংলা-রেল রঞ্জি যুদ্ধ মানে তো বরাবর কিছু না কিছু ঘটে। দিন্দা হেসে উত্তর দেন, ‘‘রেলের সঙ্গে আমার কিছু একটা জড়িয়ে আছে বলে মনে হয়। যা-ই হোক, ভাল পারফর্ম করলে ভাল লাগে।’’ এর বাইরে খবর বলতে দু’টো। ভারতের হয়ে ইংল্যান্ড টেস্ট খেলতে চলে যাবেন বলে পার্থিব পটেলের গুজরাতের বিরুদ্ধে থাকবেন না ঋদ্ধিমান সাহা। যার অর্থ, বাংলাকে ফের পুরনো কম্বিনেশনে ফিরতে হবে। আর দ্বিতীয়ত, আগামী বুধবার একটা চা-চক্র আছে। যেখানে পুরো বাংলা টিমকে আমন্ত্রণ জানিয়েছেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement