Sports News

জুলাইয়ের শেষে ম্যাঞ্চেস্টারে হবে ঋদ্ধিমানের অস্ত্রোপচার

ঋদ্ধিমান সাহার চোটের টাইম লাইনও দিয়ে দিয়েছে বিসিসিআই। সেখানে বলা হয়েছে, ঋদ্ধিমা চোট নিয়ে প্রথম এনসিএ-তে আসেন ২৯ জানুয়ারি দক্ষিণ আফ্রিকা সফরের পর।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২১ জুলাই ২০১৮ ১৬:১৩
Share:

ঋদ্ধিমান সাহা। —ফাইল চিত্র।

ম্যাঞ্চেস্টারে হবে উইকেট কিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার হাতের অস্ত্রোপচার। শনিবার বিসিসিআই-এর ওয়েব সাইটে এই তথ্য দেওয়া হয়েছে। এই মাসের শেষেই হবে ঋদ্ধিমানের অস্ত্রোপচার। এই চোটের জন্য ইংল্যান্ড সিরিজেও টেস্ট দলে রাখা হয়নি ঋদ্ধিকে। ঋদ্ধির অসুস্থার জন্য আঙুল উঠছে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির ফিজিও আশিস কৌশিকের দিকেই। নাম জানাতে অনিচ্ছুক এক কর্তা রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন। প্রথমে জানা গিয়েছিল ঋদ্ধির বুড়ো আঙুল ভেঙেছে। পরে জানা যায় না না হাতে চোট। যাতে প্রশ্ন উঠছে এনসিএ-র ভূমিকা নিয়েও।

Advertisement

ঋদ্ধিমান সাহার চোটের টাইম লাইনও দিয়ে দিয়েছে বিসিসিআই। সেখানে বলা হয়েছে, ঋদ্ধিমা চোট নিয়ে প্রথম এনসিএ-তে আসেন ২৯ জানুয়ারি দক্ষিণ আফ্রিকা সফরের পর। তখন বলা হয় এই উইকেট কিপার ব্যাটসম্যানের বাঁ পায়ের উপরে হ্যামস্ট্রিংয়ে ব্যথার অভিযোগ ছিল। বলা হয় ওর প্রক্সিমাল হ্যামস্ট্রিং টেন্ডিনোপ্যাথি হয়েছে। পাশাপাশি তাঁর ডান হাতেও ব্যথা ছিল। ফেব্রুয়ারিতে তাঁর এমআরআই করা হয়। যেখানে লাব্রায় টিয়ার ধরা পড়ে। এর পর স্পোর্টস ফিজিশিয়ান শ্রীকান্ত নারায়নস্বামীর কথা মতো আলট্রাসাউন্ড ইনঞ্জেকশন দেওয়া হয় নিয়ম করে।

বিসিসিআই-এর দাবি এই চিকিৎসায় সুস্থই হয়ে উঠেছিল ঋদ্ধিমান। এর পর রিহ্যাব-এর জন্য এনসিএ-তে যান এই বাঙালি ক্রিকেটার। ১৯ মার্চ তাঁকে এনসিএ থেকে ছেড়েও দেওয়া হয় পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ায়। এর পর আইপিএল খেলতে সানরাইজার্স হায়দরাবাদে যোগ দেন ঋদ্ধিমান। ৭ মে আবার হাতের জয়েন্টে সমস্যা দেখা দেয়। সেই সময় দিল্লিতে ডাক্তার দেখানোর পর আবার আলট্রাসাউন্ড ইঞ্জেকশনের উপদেশ দেন ডাক্তার। পাঁচটি আইপিএল ম্যাচে বিশ্রাম দেওয়া হয় তাঁকে।

Advertisement

আরও পড়ুন
লন্ডনের চিকিৎসকের সঙ্কেতের অপেক্ষায় ঋদ্ধি

আইপিএল-এর শেষে পুরো সুস্থ হয়ে ম্যাচও খেলেন তিনি। তার পর আবার ফিরে যান এনসিএ-তে। হেড ফিজিওথেরাপিস্ট অশিস কৌশিককে দেখাতে। তখন তিনি বলেন জানুয়ারিতে যে অবস্থায় এসেছিলেন ঋদ্ধি এখনও তাঁর হাতের একই অবস্থা। জুলাইয়ের শুরুতে বুড়ো আঙুলের চোট সেরে যায়। কিন্তু হাতের ব্যথাটা থেকেই গিয়েছিল।

৪ জুলাই আবার তাঁর এমআরআই হয় চোটের জায়গায়। দেখা যায় সেই চোট চূড়ান্ত খারাপ অবস্থায় রয়েছে। এর পরই সিদ্ধান্ত নেওয়া হয় অস্ত্রোপচারের। এর পরও তাঁকে ইংল্যান্ড সিরিজের জন্য সুস্থ করে তোলার চেষ্টা করা হয়। কিন্তু ১৩ জুলাই শেষ পর্যন্ত তাঁকে আনফিট ঘোষণা করা দেওয়া হয়। জুলাই শেষ বা অগস্টের শুরুতে অস্ত্রোপচার করা হবে ঋদ্ধিমানের হাতে। ম্যাঞ্চেস্টারের ডাক্তার লেনার্ড ফাঙ্কের নেতৃত্বে এই অস্ত্রোপচার করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন