আইপিএলে ছন্দ ধরে রাখতে চান ঋদ্ধিমান

জে সি মুখোপাধ্যায় টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে ১১৮ রানে জিতেছে মোহনবাগান। গত ম্যাচে ঝোড়ো ইনিংস দেখা গেলেও এই ম্যাচে ১৯ রানেই প্যাভিলিয়নমুখী হতে হয়েছে ঋদ্ধিকে। যদিও এই ম্যাচে ওপেন করতে দেখা যায়নি তাঁকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৮ ০৪:১২
Share:

ম্যাচে ফুরফুরে মেজাজে ঋদ্ধি। রবিবার। ছবি: সুদীপ্ত ভৌমিক

জে সি মুখোপাধ্যায় ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচে ঝড় উঠেছিল তাঁর ব্যাটে। ওপেন করে মাত্র ২০ বলে ১০২ রানের ইনিংসে হইচই ফেলে দিয়েছেন তিনি। ভারতীয় দলের অধিনায়কের মতে তিনিই এখন বিশ্বের শ্রেষ্ঠ উইকেটরক্ষক। তাই একটা প্রশ্ন উঠে আসছেই। টেস্টের পাশাপাশি সীমিত ওভারের দলে সুযোগ পাওয়ার লড়াইটা কি তা হলে শুরু করে দিলেন ঋদ্ধিমান সাহা?

Advertisement

যাদবপুর বিশ্ববিদ্যালয় সল্টলেক ক্যাম্পাসের মাঠে রবিবার ম্যাচ শেষে ঋদ্ধিমানের জবাব, ‘‘স্বপ্ন তো রয়েইছে। তবে আমার কর্তব্য আমাকে পালন করে যেতে হবে। টেস্টের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত পারফর্ম করে যাব। বাকিটা নির্বাচকদের হাতে।’’

জে সি মুখোপাধ্যায় টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে ১১৮ রানে জিতেছে মোহনবাগান। গত ম্যাচে ঝোড়ো ইনিংস দেখা গেলেও এই ম্যাচে ১৯ রানেই প্যাভিলিয়নমুখী হতে হয়েছে ঋদ্ধিকে। যদিও এই ম্যাচে ওপেন করতে দেখা যায়নি তাঁকে। ব্যাট করতে এসেছিলেন ছ’নম্বরে। তা হলে আইপিএলের জন্যই কি যে কোনও ব্যাটিং অর্ডারের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে চাইছেন ঋদ্ধি? তিনি বলেন, ‘‘আমার মনে হয় দলের প্রয়োজনে পারফর্ম করাই একজন ব্যাটসম্যানের কর্তব্য। আমিও সেটাই চেষ্টা করি। কোনও নির্দিষ্ট ব্যাটিং অর্ডারে সফল হওয়ার থেকে যে কোনও পরিস্থিতিতে ম্যাচ বাঁচানোর ক্ষমতা রাখা উচিত।’’ সঙ্গে তিনি যোগ করেন, ‘‘ছোটবেলা থেকেই নির্দিষ্ট কোনও ব্যাটিং অর্ডার আমার ছিল না। অনূর্ধ্ব-১৫ খেলার সময় ফিনিশার হিসেবে নামতাম। এখন যে কোনও ব্যাটিং অর্ডারেই আমি স্বচ্ছন্দ।’’

Advertisement

এ মাসের শেষেই আইপিএলের জন্য হায়দরাবাদ উড়ে যাবেন তিনি। তাঁর আগে নিজেকে প্রস্তুত রাখার জন্য ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলে নিতে চাইছেন ঋদ্ধি। প্রস্তুতিতে তাঁর বিধ্বংসী ব্যাটিং দেখে ভক্তরা আশাবাদী আইপিএলেও এই ফর্ম ধরে রাখতে দেখা যাবে ভারতীয় টেস্ট দলের উইকেটরক্ষককে। যে বিষয়ে ঋদ্ধি বলছেন, ‘‘সেই আশা তো রয়েছেই। তবে ধরে রাখতে পারব কি না, সময় এলেই দেখতে পাবেন!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন