যোগেশ্বরই এখন শক্তি বজরঙ্গের

পুরুষদের ফ্রিস্টাইলের ৬৫ কেজি বিভাগে জাকার্তা এশিয়ান গেমসেও তিনি সোনার অন্যতম দাবিদার কুস্তিগির বজরঙ্গ পুনিয়া।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৮ ০৪:৩৪
Share:

বজরঙ্গ পুনিয়া। ছবি: পিটিআই।

নিজে বিখ্যাত হতে গেলে বিখ্যাতদেরই হারাতে হয়। ‘গুরু’ যোগেশ্বর দত্তের কাছে এই শিক্ষাই পেয়েছেন সম্প্রতি তিনটি প্রতিযোগিতা থেকে সোনাজয়ী কুস্তিগির বজরঙ্গ পুনিয়া। কমনওয়েলথ গেমসের মতোই তিনি জর্জিয়া ও ইস্তানবুলের আন্তর্জাতিক প্রতিযোগিতায় সোনা জিতেছেন। পুরুষদের ফ্রিস্টাইলের ৬৫ কেজি বিভাগে জাকার্তা এশিয়ান গেমসেও তিনি সোনার অন্যতম দাবিদার।

Advertisement

সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে বজরঙ্গ বলেছেন, ‘‘যোগেশ্বরই আমার আদর্শ। উনি সব সময়ই বলতেন, আমি পারব। কখনও বলেননি যে অলিম্পিক্স চ্যাম্পিয়নের সঙ্গে খেলা থাকলে আমার হার নিশ্চিত।’’ যোগেশ্বর দত্ত তাঁকে উৎসাহ দিতে আরও বলেছিলেন, ‘‘মনে রাখবে, আমরা বিশ্বসেরাদের হারাতে পারলেই একমাত্র যথার্থ স্বীকৃতিটা পাবে।’’

এশিয়াড নিয়েও আশার কথা শুনিয়েছেন বজরঙ্গ, ‘‘যোগেশ্বর স্যর অবসর নিয়েছেন। সময় দেওয়ার সমস্যা নেই। ওঁর অভিজ্ঞতা উজাড় করে দিচ্ছেনও। উনি কিন্তু চারটি অলিম্পিক্সে নেমেছেন। আর আমরা একই বিভাগের খেলোয়াড়। তাই ওঁকে পেয়ে আমি দারুণ উপকৃত। আশা করি এই অভিজ্ঞতা এশিয়াডেও ভাল করতে সাহায্য করবে। তাই জাকার্তাতে সেরাটা দিতে আমি তৈরি।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন