সংগঠকরা দায়ী, তোপ দাগলেন সতীর্থ ব্লেক

শেষ ল্যাপে ব্যাটন নিয়ে দৌড় শুরু করার একটু পরেই বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে সমস্যা শুরু হয়ে যায় বোল্টের। তিনি পা ধরে যন্ত্রণায় ছটফট করতে করতে ট্র্যাকে লুটিয়ে পড়েন। জানা যায়, তাঁর ক্র্যাম্প হয়েছিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৭ ০৫:২২
Share:

একশো মিটার রিলের শেষ ল্যাপে দৌড়নোর সময় কী ভাবে চোট পেলেন ইউসেইন বোল্ট? জামাইকা টিম দোষ দিচ্ছেন সংগঠকদের। বোল্টের সতীর্থ ইয়োহান ব্লেক দাবি করেছেন, রিলে রেস শুরু হতে দেরি হওয়ার কারণে এই সঙ্কট।

Advertisement

শেষ ল্যাপে ব্যাটন নিয়ে দৌড় শুরু করার একটু পরেই বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে সমস্যা শুরু হয়ে যায় বোল্টের। তিনি পা ধরে যন্ত্রণায় ছটফট করতে করতে ট্র্যাকে লুটিয়ে পড়েন। জানা যায়, তাঁর ক্র্যাম্প হয়েছিল। বোল্টকে দেখতে হয়, তাঁর সামনে থেকে সোনা, রুপো, ব্রোঞ্জ জিতে গেল যথাক্রমে গ্রেট ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপান।

রেসের পরে ব্লেক অভিযোগ করেন, ঠান্ডার মধ্যে এ ভাবে অপেক্ষা করার জন্যই বোল্টের ক্র্যাম্প ধরে যায়। ‘‘আমাদের অনেকটা সময় ধরে অপেক্ষা করতে হয়। এতটা সময় অপেক্ষা করতে গিয়েই বোল্টের ক্র্যাম্প ধরে যায়। ভিতরে খুব ঠান্ডা ছিল। আমরা বার বার ওয়ার্ম আপ করে অপেক্ষা করছিলাম। অনেকটা সময় ধরে এ রকম চলে। এতেই যা ক্ষতি হওয়ার হয়ে যায়।’’

Advertisement

ব্লেক বলছিলেন, রেসের পর বোল্ট বার বার ‘সরি’ বলতে থাকেন। ‘‘সরি বলার কিছু ছিল না। ঠান্ডার মধ্যে আমাদের ৪০ মিনিট অপেক্ষা করতে হয়। আমাদের রেসের আগে দু’টো পদক-অনুষ্ঠান হয়। এটা পাগলামি ছাড়া আর কী? বোল্টের সরি বলার কোনও কারণ নেই। বরং এক জন কিংবদন্তির এই ভাবে বিদায় নেওয়াটা কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না,’’ বলেছেন ব্লেক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন