অধরা ট্রফির খোঁজে তারুণ্যই অস্ত্র জার্মানির

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আজ, সোমবার অভিযান শুরু করেছে জার্মানি। বিশ্বকাপের জন্য দল গঠনের লক্ষ্যে জার্মানির কোচ জোয়াকিম লো জোর দিয়েছেন তারুণ্যের উপরেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ জুন ২০১৭ ০৩:৫৭
Share:

বিশ্বকাপে চ্যাম্পিয়ন চারবার। ইউরো কাপজয় তিনবার। কিন্তু কনফেডারেশনস কাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন অধরাই থেকে গিয়েছে জার্মানির। এ বার কি ছবিটা বদলাবে?

Advertisement

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আজ, সোমবার অভিযান শুরু করেছে জার্মানি। বিশ্বকাপের জন্য দল গঠনের লক্ষ্যে জার্মানির কোচ জোয়াকিম লো জোর দিয়েছেন তারুণ্যের উপরেই। টমাস মুলার, টোনি ক্রুস, মারিও গোমেজের মতো তারকাদের কাউকেই দলে রাখেননি। তিন বছর আগে বিশ্বকাপজয়ী দলের মাত্র তিন সদস্য— স্কোরদান মুস্তাফি, মাতিয়াস গিন্টার ও জুলিয়ান ড্রাক্সলার রয়েছেন দলে। লো বলছেন, ‘‘গত তিন বছরে তিনটি টুর্নামেন্ট খেলে ফুটবলাররা ক্লান্ত। তা ছাড়া সামনেই বিশ্বকাপ। জুনিয়র ফুটবলাররা যাতে দলের সঙ্গে মানিয়ে নিতে পারে, তার জন্যেই এই সিদ্ধান্ত।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘আমাদের এখন থেকেই ভবিষ্যতের কথা ভাবতে হবে। নতুন ফুটবলার তুলে আনতে পারলে আমরা পিছিয়ে পড়ব। এই টুর্নামেন্টটাই হচ্ছে নতুনদের বেছে নেওয়ার সেরা মঞ্চ।’’ জার্মানির প্রাক্তন তারকা অলিভার বিয়েরহফ-ও পাশে দাঁড়িয়েছেন কোচের। তিনি বলেছেন, ‘‘আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে ২০১৮ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া। এই কারণেই অধিকাংশ সিনিয়র ফুটবলারদের বিশ্রাম দেওয়া হয়েছে কনফেডারেশনস কাপে।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘আমদের লক্ষ্য ভবিষ্যতের দল গড়া। জুনিয়র ফুটবলাররা যাতে আন্তর্জাতিক স্তরে নিজেদের মানিয়ে নিতে পারে তার জন্যই এই ভাবনা। কনফেডারেশনস কাপে খেলে ওদের অভিজ্ঞতা বাড়বে।’’

আরও খবর: ইন্দোনেশিয়া ওপেন জিতে ইতিহাস শ্রীকান্তের

Advertisement

তরকাদের বাদ গিয়ে জার্মানি কনফেডারেশনস কাপ খেলতে এলেও দ্বৈরথের আগে একেবারেই স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া শিবির। বিশেষ করে জোসুয়া খিমিচ-কে নিয়ে সবচেয়ে বেশি আতঙ্কে তারা। কোচ অ্যাঙ্গেলস পোস্তেগ্লু বলেছেন, ‘‘জার্মানিকে হাল্কা ভাবে নেওয়ার কোনও কারণ নেই।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘আর এক বছরও বাকি নেই বিশ্বকাপের। তার আগে ওরা দলটা গড়ে নিতে চাইছে টমি জুরসিকের মতো স্ট্রাইকার রয়েছে ওদের দলে। আমি তো মনে করি, জার্মানি সঠিক পথেই এগোচ্ছে।’’

কনফেডারেশনস কাপ খেলতে আসার আগে ব্রাজিলের বিরুদ্ধে খেলেছে অস্ট্রেলিয়া। গত সপ্তাহে সেই ম্যাচে ব্রাজিল ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল অস্ট্রেলিয়াকে। পোস্তেগ্লু বলেছেন, ‘‘ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচটা থেকে ফুটবলাররা শিখেছে। কনফেড কাপে সেগুলো কাজে লাগানোই প্রধান লক্ষ্য।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন