Younus Khan

ফেয়ারওয়েল নিতে অস্বীকার করলেন ইউনিস খান

রবিবার পিসিবি-র থেকে ফেয়ারওয়েল নেওয়ার কথা অস্বীকার করলেন কিংবদন্তি ক্রিকেটার ইউনিস খান। আগামী সপ্তাহে লাহৌরে পিসিবি-এর পক্ষ থেকে সংবর্ধিত করার কথা শাহিদ আফ্রিদি, মিসবা-উল-হক এবং ইউনিস খানকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৭ ২০:১৯
Share:

ইউনিস খান। ছবি: এএফপি।

কিছু দিন আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছিল, ফেয়ারওয়েল দেওয়া হবে ইউনিস খানকে। কিন্তু, রবিবার পিসিবি-র থেকে ফেয়ারওয়েল নেওয়ার কথা অস্বীকার করলেন কিংবদন্তি ক্রিকেটার ইউনিস খান। আগামী সপ্তাহে লাহৌরে পিসিবি-এর পক্ষ থেকে সংবর্ধিত করার কথা শাহিদ আফ্রিদি, মিসবা-উল-হক এবং ইউনিস খানকে।

Advertisement

আরও পড়ুন: টেস্ট থেকে ৬ মাস ছুটি চান সাকিব, নারাজ বোর্ড

আরও পড়ুন: স্লেজিং দিয়েই স্লেজিংয়ের জবাব, ভাইরাল ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানের এই ভিডিও

Advertisement

ইউনিস জানিয়েছেন, পাকিস্তান বোর্ডের উচ্চপদস্থ এক কর্তা তাঁকে ফোন করে বলেছিলেন মোটা অঙ্কের টাকা দিয়ে সংবর্ধিত করা হবে। এর পরেই তাঁর মন্তব্য, ‘‘আমার মনে হয় না সেই অনুষ্ঠানে অংশ নেওয়ার কোনও প্রয়োজন আছে।’’ তাঁর যুক্তির সপেক্ষে ইউনিস বলেন, “এ বছরের মে মাসে আমি এবং মিসবা অবসর নিয়েছি, এত দিন পর ফেয়ারওয়েল নেওয়ার কোনও অর্থ নেই।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement