আগেই ইয়ো ইয়ো টেস্ট ঝুলনদের

মেন্টর অরুণ লালের ইচ্ছেয় মনোজ তিওয়ারিদের দলে এখনও ইয়ো ইয়ো টেস্ট করা সম্ভব না হলেও বাংলার মহিলা ক্রিকেটারদের কিন্তু এই ফিটনেস পরীক্ষা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তাও একবার নয়, এই মরসুমে দু’বার হয়ে গিয়েছে এই পরীক্ষা। যার ফলও সন্তোষজনক বলে খবর। শোনা গেল, বাংলার কয়েকজন মহিলা ক্রিকেটারের ফিটনেসের মান এখন অপ্রত্যাশিত স্তরে পৌঁছে গিয়েছে। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৮ ০৩:৫৮
Share:

ঝুলন গোস্বামী। —ফাইল চিত্র।

মেন্টর অরুণ লালের ইচ্ছেয় মনোজ তিওয়ারিদের দলে এখনও ইয়ো ইয়ো টেস্ট করা সম্ভব না হলেও বাংলার মহিলা ক্রিকেটারদের কিন্তু এই ফিটনেস পরীক্ষা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তাও একবার নয়, এই মরসুমে দু’বার হয়ে গিয়েছে এই পরীক্ষা। যার ফলও সন্তোষজনক বলে খবর। শোনা গেল, বাংলার কয়েকজন মহিলা ক্রিকেটারের ফিটনেসের মান এখন অপ্রত্যাশিত স্তরে পৌঁছে গিয়েছে।

Advertisement

আগামী মাসে মেয়েদের জাতীয় ওয়ান ডে প্রতিযোগিতায় খেলতে বাংলার মেয়েরা যাচ্ছে বেঙ্গালুরুতে। তারই প্রস্তুতির অঙ্গ ছিল মঙ্গলবারের এই ইয়ো ইয়ো টেস্ট। যা নেওয়া হয় সল্টলেকের যাদবপুর ক্যাম্পাসে। মেয়েদের দলের ট্রেনার রাহুল দেবের তত্বাবধানে এই ফিটনেস পরীক্ষা চলে কুড়ি জন ক্রিকেটারকে নিয়ে। যার অভিজ্ঞতার কথা শোনা গেল মেয়েদের দলের তারকা ঝুলন গোস্বামীর কাছে। মঙ্গলবার তিনি আনন্দবাজারকে বলেন, ‘‘আমাদের ইয়ো ইয়ো টেস্টের ফলাফল খুবই ভাল। অগস্টেও একবার হয়েছিল এই পরীক্ষা। তখন ফিটনেসের যা অবস্থা ছিল, তার চেয়ে এখন অনেক ভাল রয়েছে। আমাদের মেয়েরা ফিটনেসের জন্য যথেষ্ট পরিশ্রম করছে।’’

বিরাট কোহালির দলের ক্রিকেটারদের ফিটনেসের সর্বনিম্ন যে মান নির্ধারিত রয়েছে, বাংলার মেয়েদেরও সেই মানই (১৪.৫) নির্দিষ্ট করা হয়েছে বলে জানালেন ঝুলন। প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, ‘‘দলের দু’জন বাদে আমাদের সবার ফিটনেসই ১৫-র ওপরে আছে। আমাদের শিবিরে বরাবরই ফিটনেস নিয়ে জোর দেওয়া হচ্ছে। ট্রেনার রাহুলের (দেব) সঙ্গে সবাই খাটছেও খুব। আমার নিজের ফিটনেস এখন ১৫.৬-১৫.৭-এর মধ্যে আছে। আরও বা়ড়াতে চাই।’’

Advertisement

বাংলার মেয়েদের দলের ট্রেনার রাহুল দেব জানান, ‘‘দল বাছাইয়ের আগে আমি এই ইয়ো ইয়ো টেস্টের ফল জানাতে পারব না। তবে এটুকু বলতে পারি, আমাদের লক্ষ্য মেয়েদের ফিটনেসের মান ছেলেদের মতোই হবে। এবং এই দু’মাসের ট্রেনিংয়ে সেই জায়গায় অনেকটাই পৌঁছে গিয়েছে আমাদের মেয়েরা।’’ রাহুল জানান কুড়ি জনের মধ্যে অর্ধেকের বেশি ক্রিকেটার সর্বোচ্চ স্তরের কাছাকাছি পৌঁছে গিয়েছেন। যাঁদের মধ্যে ঝুলনও রয়েছেন। রাহুল বলেন, ‘‘ঝুলন বরাবরই খুব ফিটনেস সচেতন। এতে অনেকটা সুবিধা হয়েছে। ওকে দেখে অন্য মেয়েরাও খুব উদ্বুদ্ধ হয়। এখন দলের অনেকেই ফিটনেসের সর্বোচ্চ স্তরের কাছাকাছি রয়েছে। ১ ডিসেম্বর জাতীয় ওয়ান ডে শুরুর আগে আশা করি ওদের অনেকেই সর্বোচ্চ স্তরে পৌঁছে যাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন