‘দাদি’-কে অভিনন্দন যুবরাজের

সৌরভ এখন ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট। যা নিয়ে প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার উচ্ছ্বসিত। যুবরাজের বিশ্বাস, সৌরভের হাত ধরে আরও সুখের দিন আসতে চলেছে ভারতীয় ক্রিকেটে। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৯ ০৫:৩৭
Share:

—ফাইল চিত্র।

তাঁর হাত ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম বার ভারতীয় জার্সিতে মাঠে নামার কাহিনী কখনও ভুলবেন না যুবরাজ সিংহ। ভুলবেন না তাঁর প্রথম অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কেও।

Advertisement

সৌরভ এখন ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট। যা নিয়ে প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার উচ্ছ্বসিত। যুবরাজের বিশ্বাস, সৌরভের হাত ধরে আরও সুখের দিন আসতে চলেছে ভারতীয় ক্রিকেটে।

সৌরভের বোর্ড প্রেসিডেন্ট হওয়ার খবর তিনি আগেই পেয়েছিলেন। ব্যক্তিগত টেক্সট করে আগেই তাঁর ‘দাদি’-কে অভিনন্দন জানিয়েছেন যুবি। কিন্তু এত দিন টুইটারে সরব হননি। শুক্রবার সেই অপেক্ষার অবসান ঘটল। যুবরাজের টুইট, ‘‘মানুষ যত বড়, তাঁর জীবনযাত্রাও ততই উত্তেজক। ভারতীয় অধিনায়ক থেকে এখন বিসিসিআই প্রেসিডেন্ট। আশা করি, ক্রিকেটার থেকে প্রশাসকের এই যাত্রা তুমি উপভোগ করবে। ক্রিকেটারদের মানসিকতা বুঝতে তোমার অসুবিধা হবে না।’’ এরই সঙ্গে যুবরাজ ফের উস্কে দিয়েছেন ইয়ো ইয়ো টেস্ট বিতর্ক। যুবি লেখেন, ‘‘ইয়ো ইয়ো পরীক্ষা শুরু হওয়ার সময় তুমি প্রেসিডেন্ট পদে থাকলে ভাল হত।’’

Advertisement

যুবরাজের টুইটের উত্তরও দিয়েছেন তাঁর প্রাক্তন অধিনায়ক। সৌরভ লিখেছেন, ‘‘ধন্যবাদ যুবি। দেশকে বিশ্বকাপ জিতিয়েছ। এ বার ক্রিকেটকে কিছু ফিরিয়ে দেওয়ার সময়। তুমিই আমার সুপারস্টার।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন