Sports News

টুইট শুভেচ্ছায় ভাসছেন যুবরাজ

স্বয়ং যুবরাজ অবশ্য তাঁর ইনিংস উৎসর্গ করেছেন ক্যানসার আক্রান্তদের জন্য। গিলক্রিস্ট লিখেছেন, ‘যুবি এখনও সুপার কুল।’ ইশান্ত শর্মা লিখেছেন, ‘অসাধারণ ইনিংসের জন্য শুভেচ্ছা যুবির পাজি।’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুন ২০১৭ ২১:০০
Share:

যুবরাজ সিংহ। ছবি: এএফপি।

শুভেচ্ছা বার্তায় ভাসছেন যুবরাজ সিংহ। তাঁকে দলে নেওয়ায় সমালোচনা কম হয়নি। কিন্তু প্রথম দিন মাঠে নেমেই ম্যাচের সেরা তিনিই। সেই যুবরাজ সিংহকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন স্বয়ং অধিনায়ক বিরাট কোহালি। আর তাঁর সঙ্গেই টুইটে ভরেছে যুবরাজের টুইটার হ্যান্ডল। সেই তালিকায় রয়েচেন অ্যাডাম গিলক্রিস্ট, ইশান্ত শর্মা, বরুণ ধবনের মতো নাম। ৩২ বলে তাঁর ৫৩ রানের ইনিংসই প্রমাণ করে দিয়েছে তিনি এখনও ব্যাট হাতে ততটাই বিধ্বংসী।

Advertisement

আরও খবর: কৌশল পাল্টে রানে ফিরলেন যুবরাজ সিংহ

স্বয়ং যুবরাজ অবশ্য তাঁর ইনিংস উৎসর্গ করেছেন ক্যানসার আক্রান্তদের জন্য। গিলক্রিস্ট লিখেছেন ‘যুবি এখনও সুপার কুল।’ ইশান্ত শর্মা লিখেছেন ‘অসাধারণ ইনিংসের জন্য শুভেচ্ছা যুবির পাজি।’ বরুণ ধবন লেখেন ‘যুবরাজ সুপারস্টার’। মহম্মদ কাইফ লেখেন ‘আইসিসি টুর্নামেন্টে যুবির সেরাটা আবার বেরিয়ে এল’। অজিঙ্ক রাহানে লেখেন ‘অসাধারণ খেলা রোহিত ধবন বিরাট যুবরাজ’। দলের সঙ্গে থেকেই প্রথম এগারোয় জায়গা হয়নি অশ্বিনের। তিনি টুইট করেন ‘গ্রেট টিম এফোর্ট ও অসাধারণ কিছু ব্যাক্তিগত পারফর্ম্যান্স’।

Advertisement

স্বয়ং যুবরাজ অবশ্য তাঁর ইনিংস উৎসর্গ করেছেন ক্যানসার আক্রান্তদের জন্য। গিলক্রিস্ট লিখেছেন ‘যুবি এখনও সুপার কুল।’ ইশান্ত শর্মা লিখেছেন ‘অসাধারণ ইনিংসের জন্য শুভেচ্ছা যুবির পাজি।’ বরুণ ধবন লেখেন ‘যুবরাজ সুপারস্টার’। মহম্মদ কাইফ লেখেন ‘আইসিসি টুর্নামেন্টে যুবির সেরাটা আবার বেরিয়ে এল’। অজিঙ্ক রাহানে লেখেন ‘অসাধারণ খেলা রোহিত ধবন বিরাট যুবরাজ’। দলের সঙ্গে থেকেই প্রথম এগারোয় জায়গা হয়নি অশ্বিনের। তিনি টুইট করেন ‘গ্রেট টিম এফোর্ট ও অসাধারণ কিছু ব্যাক্তিগত পারফর্ম্যান্স’।

স্বয়ং যুবরাজ অবশ্য তাঁর ইনিংস উৎসর্গ করেছেন ক্যানসার আক্রান্তদের জন্য। গিলক্রিস্ট লিখেছেন ‘যুবি এখনও সুপার কুল।’ ইশান্ত শর্মা লিখেছেন ‘অসাধারণ ইনিংসের জন্য শুভেচ্ছা যুবির পাজি।’ বরুণ ধবন লেখেন ‘যুবরাজ সুপারস্টার’। মহম্মদ কাইফ লেখেন ‘আইসিসি টুর্নামেন্টে যুবির সেরাটা আবার বেরিয়ে এল’। অজিঙ্ক রাহানে লেখেন ‘অসাধারণ খেলা রোহিত ধবন বিরাট যুবরাজ’। দলের সঙ্গে থেকেই প্রথম এগারোয় জায়গা হয়নি অশ্বিনের। তিনি টুইট করেন ‘গ্রেট টিম এফোর্ট ও অসাধারণ কিছু ব্যাক্তিগত পারফর্ম্যান্স’।

স্বয়ং যুবরাজ অবশ্য তাঁর ইনিংস উৎসর্গ করেছেন ক্যানসার আক্রান্তদের জন্য। গিলক্রিস্ট লিখেছেন ‘যুবি এখনও সুপার কুল।’ ইশান্ত শর্মা লিখেছেন ‘অসাধারণ ইনিংসের জন্য শুভেচ্ছা যুবির পাজি।’ বরুণ ধবন লেখেন ‘যুবরাজ সুপারস্টার’। মহম্মদ কাইফ লেখেন ‘আইসিসি টুর্নামেন্টে যুবির সেরাটা আবার বেরিয়ে এল’। অজিঙ্ক রাহানে লেখেন ‘অসাধারণ খেলা রোহিত ধবন বিরাট যুবরাজ’। দলের সঙ্গে থেকেই প্রথম এগারোয় জায়গা হয়নি অশ্বিনের। তিনি টুইট করেন ‘গ্রেট টিম এফোর্ট ও অসাধারণ কিছু ব্যাক্তিগত পারফর্ম্যান্স’।

স্বয়ং যুবরাজ অবশ্য তাঁর ইনিংস উৎসর্গ করেছেন ক্যানসার আক্রান্তদের জন্য। গিলক্রিস্ট লিখেছেন ‘যুবি এখনও সুপার কুল।’ ইশান্ত শর্মা লিখেছেন ‘অসাধারণ ইনিংসের জন্য শুভেচ্ছা যুবির পাজি।’ বরুণ ধবন লেখেন ‘যুবরাজ সুপারস্টার’। মহম্মদ কাইফ লেখেন ‘আইসিসি টুর্নামেন্টে যুবির সেরাটা আবার বেরিয়ে এল’। অজিঙ্ক রাহানে লেখেন ‘অসাধারণ খেলা রোহিত ধবন বিরাট যুবরাজ’। দলের সঙ্গে থেকেই প্রথম এগারোয় জায়গা হয়নি অশ্বিনের। তিনি টুইট করেন ‘গ্রেট টিম এফোর্ট ও অসাধারণ কিছু ব্যাক্তিগত পারফর্ম্যান্স’।

স্বয়ং যুবরাজ অবশ্য তাঁর ইনিংস উৎসর্গ করেছেন ক্যানসার আক্রান্তদের জন্য। গিলক্রিস্ট লিখেছেন ‘যুবি এখনও সুপার কুল।’ ইশান্ত শর্মা লিখেছেন ‘অসাধারণ ইনিংসের জন্য শুভেচ্ছা যুবির পাজি।’ বরুণ ধবন লেখেন ‘যুবরাজ সুপারস্টার’। মহম্মদ কাইফ লেখেন ‘আইসিসি টুর্নামেন্টে যুবির সেরাটা আবার বেরিয়ে এল’। অজিঙ্ক রাহানে লেখেন ‘অসাধারণ খেলা রোহিত ধবন বিরাট যুবরাজ’। দলের সঙ্গে থেকেই প্রথম এগারোয় জায়গা হয়নি অশ্বিনের। তিনি টুইট করেন ‘গ্রেট টিম এফোর্ট ও অসাধারণ কিছু ব্যাক্তিগত পারফর্ম্যান্স’।

স্বয়ং যুবরাজ অবশ্য তাঁর ইনিংস উৎসর্গ করেছেন ক্যানসার আক্রান্তদের জন্য। গিলক্রিস্ট লিখেছেন ‘যুবি এখনও সুপার কুল।’ ইশান্ত শর্মা লিখেছেন ‘অসাধারণ ইনিংসের জন্য শুভেচ্ছা যুবির পাজি।’ বরুণ ধবন লেখেন ‘যুবরাজ সুপারস্টার’। মহম্মদ কাইফ লেখেন ‘আইসিসি টুর্নামেন্টে যুবির সেরাটা আবার বেরিয়ে এল’। অজিঙ্ক রাহানে লেখেন ‘অসাধারণ খেলা রোহিত ধবন বিরাট যুবরাজ’। দলের সঙ্গে থেকেই প্রথম এগারোয় জায়গা হয়নি অশ্বিনের। তিনি টুইট করেন ‘গ্রেট টিম এফোর্ট ও অসাধারণ কিছু ব্যাক্তিগত পারফর্ম্যান্স’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন