Cricket

‘ওই রকম একটা মুহূর্তের জন্যই তো বেঁচে থাকা’

গোটা টুর্নামেন্ট জুড়ে দাপট দেখান যুবরাজ। ব্যাট করতে নেমে বোলারকে গ্যালারিতে ছুড়ে ফেলছেন আর মুখ চেপে কাশছেন। এ দৃশ্য তো ভারতীয় ক্রিকেটে আইকনিক হয়ে গিয়েছে এতদিনে।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২০ ১৬:৩৫
Share:

বিশ্বকাপ হাতে যুবি। —ফাইল চিত্র।

নুয়ান কুলশেখরের বলটা মহেন্দ্র সিংহ ধোনি ওয়াংখেড়ের গ্যালারিত ফেলতেই নন স্ট্রাইক এন্ড থেকে ছুটে আসেন যুবরাজ সিংহ।

Advertisement

ধোনিকে জড়িয়ে ধরে সে দিন আবেগে কাঁদতে দেখা গিয়েছিল যুবিকে। বিশ্বকাপ জয়ের ন’বছর পূর্তিতে সেই যুবরাজ বলছেন, বিশ্বকাপ জয়ের মুহূর্ত ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।

২০১১ সালের বিশ্বকাপ যুবির কাছে স্মরণীয়। গোটা টুর্নামেন্টে ৩৬২ রান করেছিলেন। বল হাতে নিয়েছিলেন ১৫টি উইকেট। বৃহস্পতিবার টুইটারে যুবরাজ লেখেন, “সে দিনের কথা ভাষায় প্রকাশ করা কোনও মতেই সম্ভব নয়। ওই রকম একটা মুহূর্তের জন্যই তো বেঁচে থাকা।”

Advertisement

আরও পড়ুন: নেতা সৌরভ, নেই লক্ষ্মণ, সর্বকালের সেরা ভারতীয় দল বেছে নিলেন শেন ওয়ার্ন

গোটা টুর্নামেন্ট জুড়ে দাপট দেখান যুবরাজ। ব্যাট করতে নেমে বোলারকে গ্যালারিতে ছুড়ে ফেলছেন আর মুখ চেপে কাশছেন। এ দৃশ্য তো ভারতীয় ক্রিকেটে আইকনিক হয়ে গিয়েছে এতদিনে।

কোয়ার্টার ফাইনালে যুবির ব্যাটে ভর করেই ভারত জিতেছিল। মোহালির সেমিফাইনালে পাকিস্তানকে উড়়িয়ে দিয়ে মুম্বইয়ে ফাইনাল খেলতে যান যুবিরা। ওয়াংখেড়ের ফাইনালে শ্রীলঙ্কাকে মাটি ধরিয়ে ২৮ বছর পরে ফের বিশ্বজয়ের স্বাদ পায় ধোনির ভারত।

ন’বছর আগের সে দিন সব অর্থেই নস্ট্যালজিক করে তুলেছে যুবরাজকে। সে দিনের মুহূর্ত ভাষায় প্রকাশ করতে পারছেন না ২০১১ বিশ্বকাপের মহানায়ক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন