GT20

দুরন্ত ক্যাচ নিয়েও সোশ্যাল মিডিয়ায় ট্রোলড যুবরাজ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও তাঁর ব্যাটিং বিক্রম পৌঁছে গিয়েছে সুদূর কানাডার টরন্টোতেও। গ্লোবাল টি টোয়েন্টির আসরে আগেই ব্যাটিংয়ে ঝড় তুলেছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

টরন্টো শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৯ ১৫:৪৮
Share:

ক্যাচ নিয়েও ট্রোলড যুবরাজ সিংহ। ছবি: এএফপি।

কিছু দিন আগেই সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার যুবরাজ সিংহ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও তাঁর ব্যাটিং বিক্রম পৌঁছে গিয়েছে সুদূর কানাডার টরন্টোতেও। গ্লোবাল টি টোয়েন্টির আসরে আগেই ব্যাটিংয়ে ঝড় তুলেছিলেন। এ বার দুরন্ত ক্যাচ নিয়ে আরও একবার যুবি প্রমাণ করলেন, তাঁর ফিটনেস আগের মতোই রয়ে গিয়েছে। টরন্টো ন্যাশনাল বনাম ব্রম্পটন ম্যাচ চলাকালীন জেরেমি গর্ডনের বল মিড অফের দিকে সজোরে মারেন লেন্ডল সিমন্স।

Advertisement

ধোনির গলায় ‘ম্যায় পল দো পল কা শায়র হু’ শুনে মুগ্ধ নেট দুনিয়া, দেখুন সেই ভিডিও

ভারতীয় ক্রিকেটের যুবরাজ

Advertisement

কিন্তু, সেই বল তালুবন্দি করেন যুবরাজ। প্রথম বার বল ফস্কে যায়, দ্বিতীয় বারের চেষ্টায় বল লুফতে না পেরে কোনও রকমে শূন্যে ছুড়ে দিয়ে তৃতীয় বারের চেষ্টায় ঝাঁপিয়ে পড়ে বল তালুবন্দি করেন যুবরাজ। গ্লোবাল টি টোয়েন্টি-এর আসরে টরন্টো ন্যাশন্যালের হয়ে খেলছেন যুবরাজ। ব্রম্পটনের বিরুদ্ধে খেলতে নেমে সিমন্সের ক্যাচ তালুবন্দি করলেও ২২২ রানের বিশাল রানের পাহাড় তাড়া করতে নেমে নিয়মিত উইকেট হারাতে থাকে যুবরাজের দল। চার নম্বরে ব্যাট করতে নেমে যুবির ঝোড়ো ব্যাটিংয়ে জয়ের খুব কাছে পৌঁছে যায় তাঁরা। মাত্র ২২ বলে ৫১ রান করলেও শেষ রক্ষা হয়নি। ১১রানে ম্যাচ হেরে যায় টরন্টো ন্যাশনাল।তবে ব্যাটিং নয়, সিমন্সের ক্যাচ নিয়েই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে চর্চা। যুবরাজের ফিটনেস দেখে রীতিমতো মুগ্ধ বহু ক্রিকেটপ্রেমী।অনেকে এই ক্যাচ নিয়েও যুবরাজকে ট্রোল করেছেন। সহজ ক্যাচ কী ভাবে কঠিন করে ফেললেন যুবরাজ, তা নিয়ে টুইটারে উড়ে আসে নানা কটাক্ষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন