Sports News

২০১৯ বিশ্বকাপ খেলেই অবসর নেবেন যুবরাজ

ইংল্যান্ড ও ওয়েলসে ২০১৯ এ বিশ্বকাপের আসর বসতে চলেছে। গত দু’দশক ধরে দেশের জার্সিতে ক্রিকেট খেলছেন ৩৬ বছরের এই অল-রাউন্ডার। ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের মূল কারিগর ছিলেন তিনিই। তার পরই অসুস্থ হয়ে পড়েন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৮ ১৪:৪১
Share:

যুবরাজ সিংহ। ছবি: ফেসবুক থেকে।

অবসর নেবেন, কিন্তু ২০১৯ বিশ্বকাপের পর। তিনি যুবরাজ সিংহ। তাঁর অবসর নিয়ে কম জলঘোলা হয়নি। মারন রোগ থেকে সুস্থ হয়ে তিনি আবার ক্রিকেটে ফিরেছেন। এমনটা হতে পারে কেউ ভাবেনি। কিন্তু ক্যান্সারমুক্ত হয়ে তিনি আবার নিজেকে প্রমাণ করেছেন। কিন্তু জাতীয় দলে খেলার সুযোগ হয়নি গত বছর জুনের পর থেকে। কিন্তু হাল ছাড়তে রাজি নন যুবরাজ। আইপিএল খেলে জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন এখনও।

Advertisement

ইংল্যান্ড ও ওয়েলসে ২০১৯ এ বিশ্বকাপের আসর বসতে চলেছে। গত দু’দশক ধরে দেশের জার্সিতে ক্রিকেট খেলছেন ৩৬ বছরের এই অল-রাউন্ডার। ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের মূল কারিগর ছিলেন তিনিই। তার পরই অসুস্থ হয়ে পড়েন তিনি। ধরা পড়ে ক্যান্সার। জীবন যুদ্ধ জিতে আরও একটা বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন যুবি। বলেন, ‘‘যাইহোক আমি ২০১৯ বিশ্বকাপে খেলতে চাই। এর পরই আমি অবসর নেব।’’

এতদিন তাঁর অবসর নিয়ে সকলেই প্রশ্ন তুলেছেন। এ বার স্বয়ং তিনিই জানিয়ে দিলেন তাঁর অবসরের কথা। বলেন, ‘‘একটা সময়ের পর সবাইকেই সিদ্ধান্ত নিতে হয়। ২০০০ সাল থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। ১৭-১৮ বছর হয়ে গেল। কিন্তু অবশ্যই ২০১৯-এর পর আমি এই ব্যাপারে ভাবব।’’

Advertisement

আরও পড়ুন
‘রহস্য-স্পিনার নয়, আমি হতে চাই দক্ষ স্পিনার’

এই আইপিএল-এ যুবরাজ কিংস একাদশ পঞ্জাবের হয়ে খেলছেন। এখনও তেমন কিছু করে উঠতে পারেননি। কিন্তু ক্রিস গেলের খেলায় মুগ্ধ তিনি। বলেন, ‘‘দারুণ লাগে ও যখন খেলে। মাঠের মধ্যে ও সব সময় বন্ধু। ও গ্রেট ব্যাটসম্যান। এবং ভয়ঙ্কর ব্যাটসম্যানদের মধ্যে একজন। মাঠের মধ্যে ও বস। আমাদের প্রাথমিক লক্ষ্য শেষ চারের যোগ্যতা অর্জন করা।’’

সোমবার পঞ্জাব নামছে দিল্লির বিরুদ্ধে। লক্ষ্য জয়ের ধারা ধরে রাখা। দেখে নেওয়া যাক এই এই ম্যাচ খেলতে নামার আগে কী অবস্থায় রয়েছে দুই দল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন