Sports News

জাহির খানের জন্য ১৫০ দিনের চুক্তি

ভরত অরুণই যে পরবর্তি বোলিং কোচ হবেন সেটাও নিশ্চিত। তার আগে দ্রাবিড়কে উপদেষ্টা হিসেবে নিয়োগের কথা বললেও জাহিরকে বোলিং কোচ হিসেবেই ঘোষণা করেছিল বিসিসিআই। কিন্তু শাস্ত্রীর দাবিতে এ বার জাহিরকেও উপদেষ্টা হিসেবে চালাতে চাইছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৭ ২৩:৪৭
Share:

জাহির খান। —ফাইল চিত্র।

রবি শাস্ত্রীর সঙ্গেই নাম ঘোষণা করে দেওয়া হয়েছিল ভারতীয় দলের বোলিং কোচ জাহির খান ও ব্যাটিং উপদেষ্টা রাহুল দ্রাবিড়ের । কিন্তু তার পর নিজের পছন্দের বোলিং কোচ ভরত অরুণের জন্য দাবি করতে শুরু করেন শাস্ত্রী। যে কারণে ক্রিকেট উপদেষ্টা কমিটি সিদ্ধান্ত নিয়েও ব্যাটফুটে যেতে বাধ্য হয়েছে। এখন শোনা যাচ্ছে ফুল টাইম না জাহিরের সঙ্গে চুক্তি হবে মরসুমে ১৫০ দিনের। শুক্রবার কলকাতায় এমনই কথা জানিয়েছেন সিএসি অন্যতম সদস্য সৌরভ গঙ্গোপাধ্যায়।

Advertisement

এর আগেই অবশ্য বিসিসিআই-এর তরফে জানিয়ে দেওয়া হয়েছিল জাহিরকে ট্যুর হিসেবে দলের সঙ্গে রাখা হবে। এটা পরিষ্কারও করে দেওয়া হয়েছিল যে তিনি বছরে পাঁচ মাস দলের সঙ্গে থাকবেন। জাহিরের তরফে এই নিয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

আরও খবর: কুম্বলের সাফল্য তাড়া করবেই, রবির যাত্রাপথটা সহজ নয়

Advertisement

কোচ নির্বাচন নিয়ে যেন বিতর্ক শেষ হয়েও হচ্ছে না। হেড কোচ বিতর্ক শেষ হতে না হতেই বোলিং কোচ নিয়ে শুরু হয়ে গিয়েছে বিতর্ক। তার নেপথ্যেও সেই রবি শাস্ত্রী। ভরত অরুণকে বোলিং কোচ হিসেবে নিতে উঠে-পড়ে লেগেছেন তিনি। সেই ভরত অরুণই যে পরবর্তি বোলিং কোচ হবেন সেটাও নিশ্চিত। তার আগে দ্রাবিড়কে উপদেষ্টা হিসেবে নিয়োগের কথা বললেও জাহিরকে বোলিং কোচ হিসেবেই ঘোষণা করেছিল বিসিসিআই। কিন্তু শাস্ত্রীর দাবিতে এ বার জাহিরকেও উপদেষ্টা হিসেবে চালাতে চাইছে। যেখানে বলা হচ্ছে জাহির খান ও রাহুল দ্রাবিড়কে বিশেষ করে বিদেশ সফরের জন্য উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন