বাবার পথে জিদান পুত্র

যেমন বাবা তেমন ছেলে। জিনেদিন জিদানের ২০০৬ বিশ্বকাপ ফাইনালের ঢুঁসো মনে করিয়ে দিল পুত্র লুকা জিদান ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৫ ০৩:৩৩
Share:

যেমন বাবা তেমন ছেলে। জিনেদিন জিদানের ২০০৬ বিশ্বকাপ ফাইনালের ঢুঁসো মনে করিয়ে দিল পুত্র লুকা জিদান । ঘটনাটা কী? ম্যাচটা ছিল অনূর্ধ্ব ১৭ মাদ্রিদ ডার্বি। মুখোমুখি দুই প্রতিদ্বন্দ্বী রিয়াল এবং আটলেটিকো মাদ্রিদ। রিয়ালের যুব দলের গোলকিপার লুকা জিদান। ঘটনার সূত্রপাত, দুই দলের ফুটবলারদের মধ্যে ঝামেলা শুরু হলে। তাতে জড়িয়ে পড়েন লুকাও।

Advertisement

মধ্যস্থতা করতে গিয়ে আটলেটিকোর এক ফুটবলারকে ঢুঁসো মারে লুকা। সঙ্গে সঙ্গে রেফারি তাকে লাল কার্ড দেখান। লুকার লাল কার্ড দেখার ঘটনার পাশাপাশি ম্যাচটাও ২-৪ হারে রিয়াল। লুকার ঢুঁসো মনে করিয়ে দেয় ২০০৬ বিশ্বকাপ ফাইনালের তার বাবা জিনেদিন জিদানের সেই বিখ্যাত ঢুঁসো। দুটো ঢুঁসোর মধ্যে অনেক পার্থক্য থাকলেও সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে হইচই শুরু হয়ে যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement