হারের জন্য ক্ষমা চাইলেন জ়িদান

রবিবার রাতে ঘরের মাঠে ২১ মিনিটে গোল করে ভায়েকানোকে এগিয়ে দেন আদ্রি এমবারবা। সেই ধাক্কা সামলে আর ঘুরে দাঁড়াতে পারেনি করিম বেঞ্জেমা-হীন রিয়াল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৯ ০৫:০৪
Share:

ক্ষুব্ধ: হারের পরে ফুটবলারদের সমালোচনা জ়িদানের। রয়টার্স

বিপর্যয় অব্যাহত রিয়াল মাদ্রিদ শিবিরে। এ বার লা লিগায় অবনমন নিশ্চিত করে ফেলা রাজো ভায়েকানোও হারিয়ে দিল জ়িনেদিন জ়িদানের দলকে। ম্যাচের পরে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন রিয়াল ম্যানেজার!

Advertisement

রবিবার রাতে ঘরের মাঠে ২১ মিনিটে গোল করে ভায়েকানোকে এগিয়ে দেন আদ্রি এমবারবা। সেই ধাক্কা সামলে আর ঘুরে দাঁড়াতে পারেনি করিম বেঞ্জেমা-হীন রিয়াল। আগের ম্যাচে খেতাফের বিরুদ্ধে চোট পেয়েছিলেন দুরন্ত ছন্দে থাকা ফরাসি স্ট্রাইকার। তবুও রিয়াল সমর্থকেরা আশা করেছিলেন, ম্যাচের আগে সুস্থ হয়ে উঠবেন বেঞ্জেমা। তা অবশ্য হয়নি। দলের সেরা স্ট্রাইকারকে বাদ দিয়েই দল নামিয়েছিলেন জ়িদান।

লা লিগা টেবলে এই মুহূর্তে ১৯ নম্বরে ভায়েকানো। অবনমন বাঁচাতে ব্যর্থ একটা দলের বিরুদ্ধে হার একেবারেই মেনে নিতে পারছেন না জ়িদান। ম্যাচের পরে ক্ষুব্ধ রিয়াল ম্যানেজার বলেছেন, ‘‘এই ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কিছুই করতে পারিনি। সব বিভাগেই চূড়ান্ত ব্যর্থ।’’

Advertisement

প্রকাশ্যে জ়িদান কখনও ফুটবলারদের সমালোচনা করেন না। কিন্তু ভায়েকানোর বিরুদ্ধে হারের পরে আর নিজেকে সামলাতে পারেননি তিনি। বলেছেন, ‘‘আমি সব সময় ফুটবলারদের আড়াল করার চেষ্টা করি। কিন্তু এ বার তা সম্ভব নয়। আমি প্রচণ্ড ক্ষুব্ধ এই পারফরম্যান্স। এর জন্য আমাদের সকলের ক্ষমা চাওয়া উচিত।’’ জ়িদান যোগ করেন, ‘‘তবে ব্যর্থতার দায় আমিও এড়াতে পারি না।’’

রিয়ালে গ্যারেথ বেলের ভবিষ্যৎ যে অনিশ্চিত তা অনেকটাই স্পষ্ট হয়ে গিয়েছে রবিবার রাতে হারের পরে। সাংবাদিক বৈঠকে জ়িদানের কাছে জানতে চাওয়া হয়েছিল, বেলের কি ফোকাস নষ্ট হয়ে গিয়েছে? জ়িদানের জবাব, ‘‘বেলকেই জিজ্ঞেস করুন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন