অস্ত্রোপচার মাস্টার্স থেকে ছিটকে দিল উডসকে

বেশ কয়েক মাস ধরে ভোগানো পিঠের চোট সারাতে শেষ পর্যন্ত অস্ত্রোপচারই করতে হল টাইগার উডসকে। ১০ এপ্রিল শুরু হওয়া মাস্টার্স টুর্নামেন্ট থেকে তাই ছিটকে গেলেন বিশ্বের এক নম্বর গল্ফার। ২০ বছরে প্রথম এই টুর্নামেন্ট থেকে নাম তুলে নিতে হল উডসকে। এ দিন টুইটারে দুঃসবাদটা জানান উডস, “খুব খারাপ লাগছে জানাতে যে আমি এ বার মাস্টার্সে খেলতে পারব না। ফ্যানদের ধন্যবাদ পাশে থাকার জন্য।”

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৪ ০২:৫৩
Share:

বেশ কয়েক মাস ধরে ভোগানো পিঠের চোট সারাতে শেষ পর্যন্ত অস্ত্রোপচারই করতে হল টাইগার উডসকে। ১০ এপ্রিল শুরু হওয়া মাস্টার্স টুর্নামেন্ট থেকে তাই ছিটকে গেলেন বিশ্বের এক নম্বর গল্ফার। ২০ বছরে প্রথম এই টুর্নামেন্ট থেকে নাম তুলে নিতে হল উডসকে।

Advertisement

এ দিন টুইটারে দুঃসবাদটা জানান উডস, “খুব খারাপ লাগছে জানাতে যে আমি এ বার মাস্টার্সে খেলতে পারব না। ফ্যানদের ধন্যবাদ পাশে থাকার জন্য।” পাশাপাশি বিবৃতিতে টাইগার আরও জানিয়েছেন, “মাস্টার্সের জন্য প্রস্তুতি নিতে গিয়ে সমস্যা হচ্ছিল। তার পরই সিদ্ধান্ত নিই চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে অস্ত্রোপচারের ব্যাপারটা মিটিয়ে ফেলব।” সঙ্গে তিনি আরও যোগ করেন, “এই সপ্তাহটা আমার জন্য স্পেশাল ছিল। তাই আরও খারাপ লাগছে।”

শুধু মাস্টার্সই নয়, জুনের গোড়ায় ইউএস ওপেন আর জুলাইয়ের মাঝামাঝি ওপেন চ্যাম্পিয়নশিপেও তিনি নামতে পারবেন কি না পরিষ্কার নয়। উডস জানিয়েছেন, “মনে হচ্ছে রিহ্যাব আর সম্পূর্ণ ফিটনেস ফিরে পেতে শুধু মাস্টার্সই না, এর পর আরও কয়েকটা টুর্নামেন্টে নামতে পারব না।” পরে অবশ্য তিনি আরও যোগ করেন, “এখন কিছু বলা সম্ভব নয়। তবে ভবিষ্যৎ নিয়ে আমি আশাবাদী। আগেও বলেছি, আমি এখনও গল্ফের দু’জন দুর্ধর্ষ প্লেয়ারের রেকর্ড ভাঙতে চাই। স্যাম স্নিড আর জ্যাক নিকোলসের।” বিশেষজ্ঞদের অবশ্য মত, এই ধরনের চোট থেকে দ্রুত সেরে ওঠার নজির খুব কম নয়। তাই উডসের ক্ষেত্রেও জুনে টুর্নামেন্টে নামার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement