আইএসএলে উলট পুরাণ, নবিদের দাম বেশি বিদেশিদের চেয়ে

ইন্ডিয়ান সুপার লিগে উলট পুরাণ! ভারতীয় ফুটবলারের চেয়ে বিদেশি ফুটবলারের দাম কম! র‌্যান্টি মার্টিন্স, ওকোলি ওডাফার মতো বিদেশিরা যা পান, সুনীল ছেত্রী, মেহতাব হোসেনরা তার অর্ধেক টাকাও পান না ক্লাব থেকে। এটাই এত দিন দেখে এসেছে ভারতীয় ফুটবল। কিন্তু আইএসএলে তা হচ্ছে না। সপ্তাহ দুয়েক আগে সুব্রত পাল, গৌরমাঙ্গী সিংহ, রহিম নবিদের আশি লাখ টাকা দিয়ে চার মাসের জন্য কিনে নিয়েছে ফ্র‌্যাঞ্চাইজিরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৪ ০৩:৩২
Share:

ইন্ডিয়ান সুপার লিগে উলট পুরাণ!

Advertisement

ভারতীয় ফুটবলারের চেয়ে বিদেশি ফুটবলারের দাম কম!

র‌্যান্টি মার্টিন্স, ওকোলি ওডাফার মতো বিদেশিরা যা পান, সুনীল ছেত্রী, মেহতাব হোসেনরা তার অর্ধেক টাকাও পান না ক্লাব থেকে।

Advertisement

এটাই এত দিন দেখে এসেছে ভারতীয় ফুটবল। কিন্তু আইএসএলে তা হচ্ছে না।

সপ্তাহ দুয়েক আগে সুব্রত পাল, গৌরমাঙ্গী সিংহ, রহিম নবিদের আশি লাখ টাকা দিয়ে চার মাসের জন্য কিনে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিরা। মুম্বইয়ে ভারতীয় ফুটবলারদের কেনা-বেচার মেলায়। অভিনব ব্যাপার হল, এর অর্ধেক দামে আন্তর্জাতিক প্লেয়ার্স পুল থেকে বিদেশি ফুটবলার কিনতে পারবেন আইএসএলে খেলা আট দলের কর্তারা।

২১-২২ অগস্ট মুম্বইয়ে পাঁচ তারা হোটেলে আন্তর্জাতিক ফুটবলারদের পুল থেকে ফুটবলার কিনবেন ফ্র্যাঞ্চাইজিরা। বিদেশি ফুটবলারদের ৪৯ জনের যে পুল তৈরি হচ্ছে সেখানে ফুটবলারদের গড় দাম সত্তর হাজার ডলার বা ৪২ লাখ টাকার মতো। মুম্বই থেকে ফোনে আইএমজি-র এক কর্তা বললেন, “সাত জন করে মোট ৫৬ জন ফুটবলার নেবে আটটি দল। কিন্তু তিন লিগ পার্টনার ইতিমধ্যেই সাত জন ফুটবলার নিয়ে নিয়েছে। ফলে পুলে ৫৯ জন থাকছে। তালিকা প্রায় তৈরিও হয়ে গিয়েছে। সূচি প্রকাশের পর তালিকা পাঠিয়ে দেওয়া হবে ফ্র্যাঞ্চাইজিদের। প্রত্যেক ফুটবলারের দাম মোটামুটি সত্তর হাজার ডলারের মতো।”

১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। শেষ হবে ২০ ডিসেম্বর। উদ্বোধনের জন্য দু’টো জায়গা বেছেছে আইএমজিআর। কলকাতা এবং মুম্বই। তবে যুবভারতীতে প্রচুর দর্শক আসবে, টুর্নামেন্টের পক্ষে এটা ভাল বিজ্ঞাপন হবে সে জন্যই কলকাতা এগিয়ে। উদ্বোধনী ম্যাচে সব দলের সব আইকন ফুটবলার উপস্থিত থাকবেন। ত্রেজেগুয়ে, লুই গার্সিয়া, ডেভিড জেমস, কাপদেভিয়ার সঙ্গে দেখা যাবে ফ্রান্সের রবার্ট পিরেজ এবং সুইডেনের ফ্রেড্রিক লিউনবার্গকে। শেষ দু’জন কোন দলের আইকন হবেন, তা এখনও ঠিক হয়নি। তবে গোয়া, মুম্বই এবং বেঙ্গালুরুর মধ্যে যে কোনও দু’টো দলের আইকন হবেন ওঁরা।

কলকাতায় উদ্বোধন ম্যাচ হওয়ার ব্যাপারে নব্বই শতাংশ সম্ভাবনা রয়েছে। দশ শতাংশ আটকে আছে পরিকাঠামো নিয়ে কিছু সমস্যার জন্য। কিন্তু টুর্নামেন্টের ফাইনাল হবে দিল্লিতে এটা নিশ্চিত। কারণ আট ফ্র্যাঞ্চাইজির মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে দিল্লি দলই। তারপর দাম ছিল কলকাতার। ফ্র্যাঞ্চাইজিদের সভায় ঠিক হয়েছিল, যে ফ্র্যাঞ্চাইজি বেশি দামে দল কিনবে তারাই ফাইনাল ম্যাচ পাবে। সে জন্যই দিল্লিতে ফাইনাল হবে বলে জানিয়েছেন সংগঠকরা। আইএমজি-র এক কর্তা বললেন, “সূচির খসড়া তৈরি হয়েছে। কিন্তু স্টেডিয়াম এবং অন্যান্য নানা বিষয়ে কিছু সমস্যা আছে। সেগুলো জানার পর সামনের সপ্তাহেই চূড়ান্ত সূচি জানানো হবে।”

আশি লাখের সুব্রত-নবিরাই আইএসএলে সবচেয়ে দামি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন