অ্যাথলেটিক্স থেকে দ্বিতীয় পদক, টেবল টেনিসে রুপো

আজ মহালড়াইয়ে ভারতীয় হকির সর্দারই নেই

ইংল্যান্ডে রবীন্দ্র জাডেজার একটা টেস্টে পঞ্চাশ শতাংশ ম্যাচ-ফি জরিমানা হতেই ভারতীয় ক্রিকেট বোর্ড তেড়েফুঁড়ে আইসিসির কাছে আবেদন করে শেষমেশ শুক্রবার জাডেজাকে একেবারে বেকসুর খালাস করে এনেছে। কিন্তু ইংল্যান্ডের প্রতিবেশী দেশ স্কটল্যান্ডে চব্বিশ ঘণ্টা পরেই শনিবার কমনওয়েলথ গেমসের গুরুত্বপূর্ণ হকি সেমিফাইনালে ভারত অধিনায়ক সর্দার সিংহ এক ম্যাচ সাসপেনশনের জেরে খেলতে না পারলেও ভারতীয় হকি ফেডারেশন সেটা বেমালুম মেনে নিচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

গ্লাসগো শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৪ ০২:৫৬
Share:

ডিসকাসে রুপো জেতার পথে সীমা পুনিয়া। ছবি: এএফপি

ইংল্যান্ডে রবীন্দ্র জাডেজার একটা টেস্টে পঞ্চাশ শতাংশ ম্যাচ-ফি জরিমানা হতেই ভারতীয় ক্রিকেট বোর্ড তেড়েফুঁড়ে আইসিসির কাছে আবেদন করে শেষমেশ শুক্রবার জাডেজাকে একেবারে বেকসুর খালাস করে এনেছে। কিন্তু ইংল্যান্ডের প্রতিবেশী দেশ স্কটল্যান্ডে চব্বিশ ঘণ্টা পরেই শনিবার কমনওয়েলথ গেমসের গুরুত্বপূর্ণ হকি সেমিফাইনালে ভারত অধিনায়ক সর্দার সিংহ এক ম্যাচ সাসপেনশনের জেরে খেলতে না পারলেও ভারতীয় হকি ফেডারেশন সেটা বেমালুম মেনে নিচ্ছে।

Advertisement

উল্টে কোচ এম কে কৌশিক থেকে শুরু করে হকি ইন্ডিয়া সচিব নরিন্দর বাত্রার কথায়, “সর্দার একটা ভুল করেছে আর তার জন্য এক ম্যাচ সাসপেন্ড হয়েছে। আমরা ওর শাস্তি তুলে নেওয়ার আবেদন করছি না। শেষ দু’টো ম্যাচে সর্দারের দু’টো ভুল ট্যাকল অনিচ্ছাকৃত হলেও প্রথম বার ওকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু দ্বিতীয় বার করায় শাস্তি পেয়েছে।” যদিও বাস্তব ছবিটা হল, নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিতে ফাইনালে উঠলে হকিতে ভারত অনেক দিন পর কোনও গেমসে সোনার পদকের লড়াইয়ে ঢুকবে। কিন্তু সে রকম ম্যাচেই ডিফেন্সে ভারতের সেরা বাজি সর্দার থাকছেন না!

এ দিনই ভারতের মেয়ে হকি দল গ্লাসগো গেমসের উদ্যোক্তা স্কটল্যান্ডকে হারালেও পঞ্চমের বেশি হতে পারল না। লন বোলে ভারতের পুরুষ দল কমনওয়েলথ গেমসের ইতিহাসে প্রথম পদক অল্পের জন্য হাতছাড়া করেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রোঞ্জ পদকের ম্যাচের মাঝপথে বিরাট ১১-৫ লিড খুইয়ে শেষ পর্যন্ত ১৪-১৫ হেরে বসায়। বস্তুত এ দিনটা গ্লাসগোয় অ্যাথলেটিক্সে সীমা পুনিয়া (ডিসকাস), টেবল টেনিসে শরথ কমল-অর্পুথরাজ অ্যান্টনি জুটি, ব্যাডমিন্টনে পিভি সিন্ধু-পারুপল্লি কাশ্যপ এবং বক্সিংয়ে পিঙ্কি জাংগ্রা ও লইশরাম দেবী ছাড়া ভারতের আর তেমন কারও হয়ে থাকছে না।

Advertisement

দিনের তিনটি পদক (দু’টি রুপো ও একটি ব্রোঞ্জ) এল যথাক্রমে মেয়েদের ডিসকাস, টেবল টেনিসে পুরুষদের ডাবলস আর দেশের মহিলা বক্সিংয়ের এক কিংবদন্তির বিভাগ থেকে। ব্যাপারটা আরও তাৎপর্যের কারণ, সেই ৫১ কেজি ক্যাটেগরিতে মেরি কম-কে কমনওয়েলথ গেমসের নির্বাচনী ট্রায়ালে হারিয়েই পিঙ্কি জাংগ্রা গ্লাসগোয় গিয়েছিলেন এবং দু’বছর আগে অলিম্পিকে মেরি কমের মতোই কমনওয়েলথে ব্রোঞ্জই পেলেন। তৃতীয় স্থানের লড়াইয়ে আইরিশ প্রতিপক্ষ মিশেলা ওয়ালশের কাছে অল্পের জন্য পয়েন্টে হেরে। তবে রাতের দিকে জীবনের সেরা ছুড়ে (৬১.৬১ মিটার) হরিয়ানার সোনপতের ৩১ বছর বয়সী সীমা পুনিয়া ডিসকাসে রুপো পান। তাঁর পূর্বসুরি ৩৭ বছরের কৃষ্ণা পুনিয়া একই ইভেন্টে নামলেও দাগ কাটতে পারেননি। বরং মেয়েদের ৫৭-৬০ কেজিতে লইশরাম ফাইনালে উঠে কমপক্ষে রুপো নিশ্চিত করেছেন।

টেবল টেনিসে পুরুষদের ডাবলসের ফাইনালে উঠে শরথ কমল ও তাঁর সঙ্গী অর্পুথরাজ অ্যান্টনি সোনার একটা আশা জাগিয়েছিলেন। সিঙ্গাপুরের অভিজ্ঞ জুটি গাও নিং-লি হু-র বিরুদ্ধে প্রথম গেম জিতেওছিলেন ১১-৮। কিন্তু পরের তিনটি গেম ৭-১১, ৯-১১, ৫-১১ হারায় রুপোতেই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় জুটিকে। এ দিন শরথ কমল অবশ্য সিঙ্গলসের সেমিফাইনালেও ওঠেন। ৪-১ গেমে ইংল্যান্ডের ড্রিঙ্কহিলকে হারিয়ে। তবে অন্য কোয়ার্টার ফাইনালে সৌম্যদীপ ঘোষ হেরেছেন। ব্যাডমিন্টনে সাইনা নেহওয়ালের চোট জনিত অনুপস্থিতিতে ব্যক্তিগত বিভাগে ভাল ভাবে সামলাচ্ছেন পি ভি সিন্ধু। বিশ্বের ১১ নম্বর সিন্ধু মাত্র চব্বিশ মিনিটে কোয়ার্টার ফাইনালে জেতার পরই পুরষদের বিশ্ব র্যাঙ্কিংয়ে ২২ নম্বর কাশ্যপ শেষ চারে উঠতে সময় নেন মাত্র আটত্রিশ মিনিট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন