আত্মপ্রকাশ ‘গ্ল্যামারাস’ মহমেডানের

আইএসএলের গ্ল্যামারের স্রোতে গা ভাসাতে নেমে পড়ল মহমেডান স্পোর্টিংও। কলকাতার দুই প্রধান এই দৌড়ে আগেই সামিল হয়েছিল। এ বার সেই ট্র্যাকে সাদা-কালো ব্রিগেড। মঙ্গলবার দুপুরে ক্লাবের নতুন কো-স্পনসর ঘোষণার অনুষ্ঠান গমগম করল টলিউডের একঝাঁক তারকায়। যার মধ্যমণি দেব। অনুষ্ঠান মঞ্চে দেবের হাত ধরে ওঠার ফাঁকে ক্লাব প্রেসিডেন্ট সুলতান আহমেদের মন্তব্য, ‘‘দেখেছেন আইএসএলে গ্ল্যামার কোশেন্ট কী রকম হিট। আমরাও সে পথেই।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৫ ০২:৫৮
Share:

তারকা সান্নিধ্য। মহমেডান ফুটবলারদের সঙ্গে দেবের ফটো সেশন।

আইএসএলের গ্ল্যামারের স্রোতে গা ভাসাতে নেমে পড়ল মহমেডান স্পোর্টিংও। কলকাতার দুই প্রধান এই দৌড়ে আগেই সামিল হয়েছিল। এ বার সেই ট্র্যাকে সাদা-কালো ব্রিগেড। মঙ্গলবার দুপুরে ক্লাবের নতুন কো-স্পনসর ঘোষণার অনুষ্ঠান গমগম করল টলিউডের একঝাঁক তারকায়। যার মধ্যমণি দেব। অনুষ্ঠান মঞ্চে দেবের হাত ধরে ওঠার ফাঁকে ক্লাব প্রেসিডেন্ট সুলতান আহমেদের মন্তব্য, ‘‘দেখেছেন আইএসএলে গ্ল্যামার কোশেন্ট কী রকম হিট। আমরাও সে পথেই।’’
আর দেব? গায়ক অনুপম রায়ের সঙ্গে ব্যস্ত রইলেন মহমেডানের জার্সি উদ্বোধন এবং থিম সং প্রকাশে। নাসিম আখতার, বার্নার্ডদের সঙ্গে নিজের নাম লেখা সাদা-কালো জার্সি গায়ে ছবি তোলা আর উৎসাহ দেওয়ার মাঝে অভিনেতা-সাংসদের মন্তব্য, ‘‘মহমেডানের লড়াই আমার উপস্থিতিতে জেগে উঠলে এর চেয়ে আনন্দের আর কী হতে পারে? ফুটবলারদের বলছিলাম, জেতাটাই তোমাদের মূলমন্ত্র হোক।’’ তবে, দেবের আক্ষেপ, ‘‘রবিবার বোনের বিয়ে, তাই প্রথম ম্যাচে মাঠে থাকতে পারছি না।’’
কলকাতা লিগে মহমেডানের প্রথম প্রতিপক্ষ মোহনবাগান। তার আগে মঙ্গলবার নতুন কো-স্পনসর হিসেবে সাদা-কালো জার্সিতে জুড়ল নরম পানীয় প্রস্তুতকারক সংস্থার নাম। যে সংস্থার কর্ণধার রাণা সরকার টলিউডের প্রযোজক। তাঁর উদ্যোগেই এ দিন প্রকাশ হল ক্লাবের নতুন থিম সং আর জার্সি। শ্রীজাতর কথায় অনুপম গাইলেন ক্লাবের থিম সং ‘‘মহমেডান স্পোর্টিং মানেই দুর্বার দুর্জয়...।’’

Advertisement

সাদা-কালো ব্রিগেডের থিম সং গাইছেন অনুপম। মঙ্গলবার।

রাণাবাবু বলছেন, ‘‘যুব সমাজের কথা ভেবেই অনুপমকে দিয়ে থিম সং গাইয়েছি। আর শ্রীজাতর উর্দুতে দখল থাকায় গানটা লিখেছে ও। মহমেডানকে নিয়ে একটা মিউজিক ভিডিও-ও বানাচ্ছি। সেখানেও দেব থাকবে।’’

Advertisement

গত বছর কলকাতা লিগে মোহনবাগান, ইস্টবেঙ্গলকে হারিয়েছিল মহমেডান। ক্লাব কর্তারা আশাবাদী, তরুণ ব্রিগেড এ বারও চমকে দেবে। কোচ মৃদুল বন্দ্যোপাধ্যায় বললেন, ‘‘বুধবার থেকে বারাসতে অনুশীলন করবে টিম।’’ বিদেশিদের মধ্যে রয়েছেন তিন নাইজিরিয়ান করিম, বার্নার্ড এবং নুরউদ্দিন।

ছবি: শঙ্কর নাগ দাস

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন