আমার উপর টিম নির্ভরশীল নয়: রবেন

ব্রাজিল বিশ্বকাপ জিতলে শুধু আক্ষরিক অর্থেই নয়, বাস্তবে উড়তে দেখা যেতে পারে নেদারল্যান্ডস টিমকে। তাও মহাকাশে। এমনই প্রস্তাব দিয়েছে একটি ডাচ সংস্থা। নেদারল্যান্ডস মিডিয়া জানাচ্ছে স্পেনের বিরুদ্ধে প্রথম ম্যাচে রবিন ফান পার্সির উড়ন্ত হেডে গোল দেখার পরই এমন প্রস্তাব দেওয়ার কথা মাথায় আসে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা মিশেল মোল-এর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ জুন ২০১৪ ০৪:২৪
Share:

গালের ক্লাসে রবেন, ফান পার্সিরা। শনিবার। ছবি: এএফপি

ব্রাজিল বিশ্বকাপ জিতলে শুধু আক্ষরিক অর্থেই নয়, বাস্তবে উড়তে দেখা যেতে পারে নেদারল্যান্ডস টিমকে। তাও মহাকাশে। এমনই প্রস্তাব দিয়েছে একটি ডাচ সংস্থা। নেদারল্যান্ডস মিডিয়া জানাচ্ছে স্পেনের বিরুদ্ধে প্রথম ম্যাচে রবিন ফান পার্সির উড়ন্ত হেডে গোল দেখার পরই এমন প্রস্তাব দেওয়ার কথা মাথায় আসে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা মিশেল মোল-এর।

Advertisement

তার জন্য ফান পার্সিদের জিততে হবে আর চারটি ম্যাচ। যার প্রথম ম্যাচে ২৪ ঘণ্টা পরেই মেক্সিকোর মুখোমুখি হওয়ার আগে বেশ আত্মবিশ্বাসী টিমের অন্যতম ভরসা আর্জেন রবেন। ৩০ বছর বয়সি রবেন এখনও পর্যন্ত টিমের কাপ জয়ের স্বপ্নে অনেকটা নেতৃত্ব দিয়ে এসেছেন। ইতিমধ্যেই ব্রাজিল বিশ্বকাপে তিন গোল করে ফেলেছেন। তবে তিনিই যে অন্য দলের সঙ্গে ডাচদের পার্থক্য গড়ে দিচ্ছেন সেটা মানতে নারাজ বায়ার্ন মিউনিখের প্লেয়ার। “টিম যে আমার উপর নির্ভরশীল সেটা আমার মনে হয় না। তবে এটা ঠিক বিপক্ষ টিম আগের থেকে আমায় মাঠে এখন আরও কম জায়গা দিচ্ছে।”

অবশ্য তাতে কোনও আপত্তি নেই রবেনের বরং মেক্সিকো যদি তাঁকেই টার্গেট করে মাঠে নামে তবে খুশিই হবেন তিনি। রবেন বলে দেন, “মেক্সিকো যদি ওদের ফোকাসটা আমার উপর রাখে তাহলে আমার আপত্তি নেই। বরং খুশিই হব। কেননা তাতে অন্য প্লেয়াররা আরও জায়গা পাবে মাঠে। গোল করার, আরও জ্বলে ওঠার সুযোগও তাতে বাড়তে পারে।”

Advertisement

গত বিশ্বকাপে ফাইনালে উঠেও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। এক বছর পর বিশ্বকাপের মঞ্চেই ফের চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ডাচরা। তার জন্য রবেনের অবদান কম নয়। গত দু’সপ্তাহে যে জন্য প্রচুর প্রশংসিত হয়েছেন তিনি। তবে এখন জীবনের সেরা ফর্মে রয়েছেন বলে মনে করছেন না তিনি। বলে দেন, “আমি কী জীবনের সেরা ফর্মে আছি এখন? মনে হয় না। কেননা এর থেকেও ভাল ফর্ম দেখিয়েছি গত কয়েক বছরে। তবে তার মানে এই নয় এখন ভাল ফর্মে নেই।’’ সঙ্গে তিনি যোগ করেন, “আমায় ভুল বুঝবেন না। আসলে আমার মনে হয় এখন আমার ভাল ফর্মে থাকাটা আরও বেশি করে নজরে পড়ছে টানা ফিটনেস ধরে রাখতে পেরেছি বলে। মাঠে নামার পর আমার গতি আর শক্তিটাও ধরে রাখতে পারছি।” এটা কী সদ্য শেষ হওয়া মরসুমে বায়ার্নের হয়ে ভাল খেলারই ফল?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন