ঋদ্ধি, মনোজও দলে

ইংল্যান্ড যাচ্ছেন গম্ভীর, বাংলাদেশে উথাপ্পা

আইপিএল সাতের ফাইনালে যাওয়ার দিন কলকাতা নাইট রাইডার্স টিমের জন্য জোড়া সুখবর। প্রায় ১৭ মাস জাতীয় দলের বাইরে থাকার পর ভারতীয় দলে ফিরলেন নাইট রাইডার্স ক্যাপ্টেন গৌতম গম্ভীর। জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্ট সিরিজের ১৮ জনের দলে ফিরেছেন দিল্লির ওপেনার। দুরন্ত ফর্মে থাকা নাইট রাইডার্স ওপেনার রবিন উথাপ্পা আবার ডাক পেয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে তিন ওয়ান ডে-র সিরিজে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ মে ২০১৪ ০৩:৪২
Share:

১৭ মাস পরে জাতীয় দলে।

আইপিএল সাতের ফাইনালে যাওয়ার দিন কলকাতা নাইট রাইডার্স টিমের জন্য জোড়া সুখবর। প্রায় ১৭ মাস জাতীয় দলের বাইরে থাকার পর ভারতীয় দলে ফিরলেন নাইট রাইডার্স ক্যাপ্টেন গৌতম গম্ভীর। জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্ট সিরিজের ১৮ জনের দলে ফিরেছেন দিল্লির ওপেনার। দুরন্ত ফর্মে থাকা নাইট রাইডার্স ওপেনার রবিন উথাপ্পা আবার ডাক পেয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে তিন ওয়ান ডে-র সিরিজে।

Advertisement

টেস্ট টিমে ছ’জন জোরে বোলারকে রাখা হলেও জায়গা হয়নি জাহির খানের। চোটের জন্য মুম্বই ইন্ডিয়ান্সের পেসার চলতি আইপিএল থেকে ছিটকে গিয়েছেন আগেই। তবে বোলারদের মধ্যে ডাক পেয়েছেন রাজস্থানের পেসার পঙ্কজ সিংহ। ২০১৩-’১৪ মরসুমে রঞ্জি ট্রফিতে ৩৯ উইকেট নেওয়া ছাড়াও প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ উইকেটও রয়েছে তাঁর ঝুলিতে। এ ছাড়া দলে আছেন দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা। বাংলার ক্রিকেটারদের মধ্যে অতিরিক্ত উইকেটকিপার হিসেবে ঋদ্ধিমান সাহা ও পেসার মহম্মদ শামিও আছেন টেস্ট টিমে।

এ দিকে, এশিয়া কাপে ভারতীয় ওয়ান ডে দল থেকে বাদ গেলেও সুরেশ রায়নাকে বাংলাদেশে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। মহেন্দ্র সিংহ ধোনি আর বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়ায় চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যানকে ক্যাপ্টেনের দায়িত্বে আর উইকেটকিপার হিসেবে ফেরানো হল ঋদ্ধিমান সাহাকে। বাংলা থেকে ঋদ্ধি ছাড়াও প্রায় দু’বছর পর টিমে এসেছেন মনোজ তিওয়ারি। রবিন উথাপ্পাও টিমে ফিরলেন প্রায় দু’বছর পর। রঞ্জিতে দুরন্ত ফর্ম ছাড়াও নাইট রাইডার্সের হয়ে ধারাবাহিক দাপটই কর্নাটকের বিস্ফোরক ব্যাটসম্যানের টিমে ডাক পাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ। আইপিএল সাতে যিনি টানা ১০টি ইনিংসে ৪০ বা তার বেশি রান করে বিশ্বরেকর্ডও গড়ে ফেলেছেন।

Advertisement

এ ছাড়া উল্লেখযোগ্য এ বছর রঞ্জি ট্রফিতে ১২২৩ রান করা কেদার যাদব আর আইপিএল সাতে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে দুরন্ত পারফর্ম করা অক্ষর পটেলের ওয়ান ডে টিমে ডাক পাওয়া।

ইংল্যান্ড সফরের ঘোষিত দল: মহেন্দ্র সিংহ ধোনি (ক্যাপ্টেন), মুরলী বিজয়, শিখর ধবন, গৌতম গম্ভীর, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, রোহিত শর্মা, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, ঈশ্বর পাণ্ডে, ইশান্ত শর্মা, স্টুয়ার্ট বিনি, বরুণ অ্যারন, ঋদ্ধিমান সাহা, পঙ্কজ সিংহ।

বাংলাদেশ সফরের ঘোষিত দল: সুরেশ রায়না (ক্যাপ্টেন), রবিন উথাপ্পা, অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারা, অম্বাতি রায়ডু, মনোজ তিওয়ারি, কেদার যাদব, ঋদ্ধিমান সাহা, পরভেজ রসুল, অক্ষর পটেল, আর বিনয় কুমার, উমেশ যাদব, স্টুয়ার্ট বিনি, মোহিত শর্মা, অমিত মিশ্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন