স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়ানোর ছ’বছর পর ইংল্যান্ডে ফের সফর করবে পাকিস্তান। সদ্য অ্যাসেজ জয়ী ইংল্যান্ডের বিরুদ্ধে ২০১৬-এ চারটি টেস্ট, পাঁচটি ওয়ান ডে ও একটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। মহম্মদ আসিফ, সলমন বাট ও মহম্মদ আমিরের বিরুদ্ধে পাঁচ বছর আগে ইংল্যান্ড সফরেই স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল। যার পর তাঁদের উপর চাপে নির্বাসনের শাস্তিও। আগামী মঙ্গলবার তাঁদের নির্বাসনের মেয়াদ শেষ হচ্ছে। তবে অক্টোবরে আমিরশাহিতে ইংল্যান্ড-পাকিস্তান সিরিজে তাঁদের মাঠে নামার কোনও সম্ভাবনা নেই। জানিয়েছেন পাকিস্তান বোর্ডের প্রধান নির্বাচক হারুন রশিদ।