ইংল্যান্ড সফর পাকিস্তানের

স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়ানোর ছ’বছর পর ইংল্যান্ডে ফের সফর করবে পাকিস্তান। সদ্য অ্যাসেজ জয়ী ইংল্যান্ডের বিরুদ্ধে ২০১৬-এ চারটি টেস্ট, পাঁচটি ওয়ান ডে ও একটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। মহম্মদ আসিফ, সলমন বাট ও মহম্মদ আমিরের বিরুদ্ধে পাঁচ বছর আগে ইংল্যান্ড সফরেই স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল। যার পর তাঁদের উপর চাপে নির্বাসনের শাস্তিও। আগামী মঙ্গলবার তাঁদের নির্বাসনের মেয়াদ শেষ হচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৫ ০৩:০৪
Share:

স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়ানোর ছ’বছর পর ইংল্যান্ডে ফের সফর করবে পাকিস্তান। সদ্য অ্যাসেজ জয়ী ইংল্যান্ডের বিরুদ্ধে ২০১৬-এ চারটি টেস্ট, পাঁচটি ওয়ান ডে ও একটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। মহম্মদ আসিফ, সলমন বাট ও মহম্মদ আমিরের বিরুদ্ধে পাঁচ বছর আগে ইংল্যান্ড সফরেই স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল। যার পর তাঁদের উপর চাপে নির্বাসনের শাস্তিও। আগামী মঙ্গলবার তাঁদের নির্বাসনের মেয়াদ শেষ হচ্ছে। তবে অক্টোবরে আমিরশাহিতে ইংল্যান্ড-পাকিস্তান সিরিজে তাঁদের মাঠে নামার কোনও সম্ভাবনা নেই। জানিয়েছেন পাকিস্তান বোর্ডের প্রধান নির্বাচক হারুন রশিদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement