ইডেনে আইপিএল কোয়ালিফায়ার আনার চেষ্টায় সিএবি

নির্বাচন সমস্যায় পড়ে কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স সরে গিয়েছে ইডেন থেকে। চলে গিয়েছে কটকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ মে ২০১৪ ০৩:০৩
Share:

নির্বাচন সমস্যায় পড়ে কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স সরে গিয়েছে ইডেন থেকে। চলে গিয়েছে কটকে।

Advertisement

চেন্নাই পুরসভার সঙ্গে তামিলনাড়ু ক্রিকেট সংস্থার ঝামেলার জেরে চেন্নাই সুপার কিংসের দু’টো হোম ম্যাচ এবং দু’টো কোয়ালিফায়ার সরে গেল চিপক থেকে। যে দুই কোয়ালিফায়ারের একটা ম্যাচ ইডেনে আনার মরিয়া চেষ্টায় নেমে পড়ল সিএবি।

শনিবার মুম্বইয়ে আইপিএল গর্ভনিং কাউন্সিলের বৈঠক। সেখানেই ঠিক হবে চেন্নাইয়ের চারটে ম্যাচ কোথায় যাচ্ছে। যার মধ্যে দু’টো সিএসকে-র হোম ম্যাচ। ১৮ ও ২২ মে। মনে করা হচ্ছে, সিএসকে-র হোম ম্যাচ রাঁচিতেই যাওয়ার সম্ভাবনা বেশি। কারণ এমনিতেই সিএসকে সেখানে হোম ম্যাচ খেলেছে কেকেআরের বিরুদ্ধে। তা ছাড়া পরিবর্তিত পরিস্থিতিতে হোম ম্যাচ কোথায় খেলবে সেটা অনেকটাই নির্ভর করে থাকবে সিএসকের উপর। সিএবি কর্তারা বলে দিচ্ছেন, সিএসকে চাইলেও ইডেনে ওই দু’টো তারিখে ধোনিদের ম্যাচ করা সম্ভব নয়। কারণ মাঠে কেকেআরের ব্র্যান্ডিং হয়ে গিয়েছে। এত কম সময়ে সে সব পাল্টানো সম্ভব নয়। তার চেয়ে ২৭ এবং ২৮ মে-র আগে চেন্নাইস্থীত দু’টো কোয়ালিফায়ারের একটার জন্য ঝাঁপানো ভাল। শনিবারের বৈঠকে সেই দাবি জোরালো ভাবে তোলাও হবে।

Advertisement

সিএবি-র যুগ্ম-সচিব তথা আইপিএল গর্ভনিং কাউন্সিলের সদস্য সুবীর গঙ্গোপাধ্যায় বলছিলেন, “সব রকম চেষ্টা করব একটা কোয়ালিফায়ার অন্তত আনার।” চেন্নাই থেকে সিএসকের ম্যাচ সরছে, এই খবর এ দিন জানাজানি হওয়ার পরপরই সিএবি-র পক্ষ থেকে যোগাযোগ করা হয় আইপিএল মহাকর্তা সুন্দর রামনের সঙ্গে। সুন্দর বলে দেন, যা বলার বলতে হবে বোর্ডের আইপিএল সংক্রান্ত ভারপ্রাপ্য অন্তর্বর্তিকালীন প্রেসিডেন্ট সুনীল গাওস্করকে। ঠিক করা হয়েছে, গর্ভনিং কাউন্সিলের বৈঠকে গাওস্করের কাছেই সরাসরি অনুরোধ করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন