উইম্বলডন মেতেছে বাউচার্ডে

শারাপোভা-সেরেনা সম্ভাব্য কোয়ার্টার ফাইনাল নিয়ে তেতে থাকা উইম্বলডন এখন মশলার খোঁজ করছে ‘নতুন শারাপোভা’-র মধ্যে। জীবনের প্রথম উইম্বলডন কোয়ার্টার ফাইনালে ওঠা ইউজেনি বাউচার্ড-কে এই নামেই বেশি ভাবতে পছন্দ করে টেনিসমহল। শারাপোভার মতোই গ্ল্যামারাস। অনেকটা ওই রকম খেলার স্টাইল। কানাডার টিনএজার টেনিস-সুন্দরী মাত্র দু’বছর আগে জুনিয়র উইম্বলডন জিতেছিলেন। আর এই মুহূর্তে টানা তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনাল খেলা থেকে মাত্র এক ম্যাচ দূরে।

Advertisement

সংবাদ সংস্থা

লন্ডন শেষ আপডেট: ০১ জুলাই ২০১৪ ০৩:৩৫
Share:

কোয়ার্টার ফাইনালে ওঠার পথে বাউচার্ড। ছবি: এএফপি

শারাপোভা-সেরেনা সম্ভাব্য কোয়ার্টার ফাইনাল নিয়ে তেতে থাকা উইম্বলডন এখন মশলার খোঁজ করছে ‘নতুন শারাপোভা’-র মধ্যে। জীবনের প্রথম উইম্বলডন কোয়ার্টার ফাইনালে ওঠা ইউজেনি বাউচার্ড-কে এই নামেই বেশি ভাবতে পছন্দ করে টেনিসমহল। শারাপোভার মতোই গ্ল্যামারাস। অনেকটা ওই রকম খেলার স্টাইল। কানাডার টিনএজার টেনিস-সুন্দরী মাত্র দু’বছর আগে জুনিয়র উইম্বলডন জিতেছিলেন। আর এই মুহূর্তে টানা তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনাল খেলা থেকে মাত্র এক ম্যাচ দূরে। তবে সে জন্য এ বছরের প্রথম দুই গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলীয় ওপেন আর ফরাসি ওপেনে শেষ চারে ওঠা বাউচার্ডকে অল ইংল্যান্ড ক্লাবের ঘাসে সম্ভবত সামলাতে হবে স্বয়ং মারিয়া শারাপোভাকেই। যদিও এ দিন চতুর্থ রাউন্ডে ১৯ বছরের বাউচার্ড পরিণত টেনিস খেলে ৭-৬ (৭-৫), ৭-৫ হারিয়েছেন শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস সংহারক অ্যালিজ কর্নেটকে। প্রথম সেটের টাইব্রেকারে দাপট দেখানোর পর বাউচার্ড প্রতিপক্ষ দ্বিতীয় সেট জেতার সার্ভিস করার সময় তাঁকে ব্রেক করে শেষমেশ স্ট্রেট সেটে জয় ছিনিয়ে নেন। উইম্বলডনের ‘ম্যানিক মানডে’-তে বরাবরের মতো এ দিন সবচেয়ে ঠাসা সূচি আর দর্শক থাকলেও বৃষ্টিতে অনেক খেলাই পণ্ড হয়। তার মধ্যেই কোয়ার্টার ফাইনালে উঠেছেন অ্যান্ডি মারে, জকোভিচ, দিমিত্রভ, মারিন চিলিচ আর মেয়েদের মধ্যে কিভিতোভা, সাফারোভা, মাকারোভা ও দ্বিতীয় বাছাই না লি সংহারক স্ট্রাইকোভা। আর ভারতীয়দের মধ্যে লিয়েন্ডার পেজের (কারা ব্ল্যাককে সঙ্গী নিয়ে) মিক্সড ডাবলস দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় ঘটল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন