একাকী ওয়ার্ন

এই মুহূর্তে ‘‘ভেরি, ভেরি, ভেরি সিঙ্গল’’ তিনি! সেই একাকীত্ব কাটাতেই ডাউনলোড করেছেন একটি ডেটিং অ্যাপ। যার মাধ্যমে ক’জন মহিলার সঙ্গে সময় কাটানোর অভিজ্ঞতা নিয়ে শেন ওয়ার্নের প্রতিক্রিয়া, ‘‘একটা ভয়াবহ ছিল। অন্যটা ঠিকঠাক।’’ ২০১৩-র ডিসেম্বরে এলিজাবেথ হার্লির সঙ্গে সম্পর্ক ভাঙার পর থেকে পঁয়তাল্লিশ বছরের ওয়ার্নের জীবনে পাকাপাকি কোনও নারী নেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুন ২০১৫ ০৪:০৪
Share:

এই মুহূর্তে ‘‘ভেরি, ভেরি, ভেরি সিঙ্গল’’ তিনি! সেই একাকীত্ব কাটাতেই ডাউনলোড করেছেন একটি ডেটিং অ্যাপ। যার মাধ্যমে ক’জন মহিলার সঙ্গে সময় কাটানোর অভিজ্ঞতা নিয়ে শেন ওয়ার্নের প্রতিক্রিয়া, ‘‘একটা ভয়াবহ ছিল। অন্যটা ঠিকঠাক।’’ ২০১৩-র ডিসেম্বরে এলিজাবেথ হার্লির সঙ্গে সম্পর্ক ভাঙার পর থেকে পঁয়তাল্লিশ বছরের ওয়ার্নের জীবনে পাকাপাকি কোনও নারী নেই। তবে অ্যাপ ব্যবহারে নাকি মজাই পাচ্ছেন বেশি। স্পিন কিংবদন্তির কথায়, ‘‘প্রথমেই মেয়েরা ধরে নেয় আমি শেন ওয়ার্নের নকল। আমিও মেনে নিই। যখন বোঝে আমি সত্যিই ওয়ার্ন, তখন দারুণ মজা হয়।’’ এই মুহূর্তে জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাঁর তিন সন্তান, জানিয়েছেন ওয়ার্ন। বলেছেন, ‘‘তিন বাচ্চাকে নিয়ে ভাল সময় কাটছে। ফুরফুরে আছি। নতুন প্রেমিকা দরকার বলে মনে হচ্ছে না। তবে জীবনে প্রেম যদি ফের আসে তো আসবে। আসলে সপ্তাহে দু’একটা রাত হয়তো একাই কাটাতে হয়। তখন কথা বলার মতো কেউ পাশে থাকলে মন্দ হয় না!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement