কাপ কথা

ব্রাজিলের হয়ে কোনও ফুটবলার মাঠে নামার সুযোগ পেয়েও ফিরিয়ে দিচ্ছে, কথাটা বিশ্বাসই করতে পারছেন না পেলে। দিয়োগো কোস্তার স্পেনের হয়ে বিশ্বকাপে নামার সিদ্ধান্তে তাই বিস্ময় চেপে রাখতে পারছেন না ব্রাজিলের কিংবদন্তি। স্প্যানিশ মিডিয়ায় পেলে বলে দেন, “সময় পাল্টে গিয়েছে। তবে কোস্তার সিদ্ধান্তকেও আমাদের সম্মান জানানো উচিত।” পাশাপাশি স্প্যানিশ তারকা জাভি, ইনিয়েস্তা আর আর্জেন্তিনার ক্যাপ্টেন মেসির প্রশংসা করেন পেলে। বার্সেলোনা তাঁর অন্যতম প্রিয় ক্লাব, জানিয়ে পেলে বলে দেন, স্পেনের জাতীয় দলে বার্সার আট ফুটবলারের থাকা উচিত।

Advertisement
শেষ আপডেট: ১১ জুন ২০১৪ ০৩:৩৮
Share:

বিস্মিত পেলে

Advertisement

ব্রাজিলের হয়ে কোনও ফুটবলার মাঠে নামার সুযোগ পেয়েও ফিরিয়ে দিচ্ছে, কথাটা বিশ্বাসই করতে পারছেন না পেলে। দিয়োগো কোস্তার স্পেনের হয়ে বিশ্বকাপে নামার সিদ্ধান্তে তাই বিস্ময় চেপে রাখতে পারছেন না ব্রাজিলের কিংবদন্তি। স্প্যানিশ মিডিয়ায় পেলে বলে দেন, “সময় পাল্টে গিয়েছে। তবে কোস্তার সিদ্ধান্তকেও আমাদের সম্মান জানানো উচিত।” পাশাপাশি স্প্যানিশ তারকা জাভি, ইনিয়েস্তা আর আর্জেন্তিনার ক্যাপ্টেন মেসির প্রশংসা করেন পেলে। বার্সেলোনা তাঁর অন্যতম প্রিয় ক্লাব, জানিয়ে পেলে বলে দেন, স্পেনের জাতীয় দলে বার্সার আট ফুটবলারের থাকা উচিত।

Advertisement

মারাদোনার তোপ

ব্রাজিল বিশ্বকাপের চ্যাম্পিয়ন টিম পাবে ২৬ মিলিয়ন ইউরো (প্রায় ২০৯ কোটি টাকা)। ঘোষণা ফিফার। ব্যাপারটা একেবারেই মেনে নিতে পারছেন না দিয়েগো মারাদোনা। ঘুষ নিয়ে কাতারকে ২০২২ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়া নিয়ে আগেই তিনি তোপ দেগেছিলেন ফিফার বিরুদ্ধে। এ বার বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থাকে ‘কুৎসিত ক্ষমতাবাদী’ বলে ভর্ৎসনা করলেন আর্জেন্তিনার কিংবদন্তি। তিনি বলে দেন, “ফিফা ব্রাজিল বিশ্বকাপ আয়োজন করে ৩০০ কোটি ইউরো (প্রায় ২৪ হাজার কোটি টাকা) আয় করবে। কিন্তু এ বারের চ্যাম্পিয়নদের ফিফা যা পুরস্কার অর্থ দিচ্ছে তার পার্থক্যটা বিরাট। বিশ্বাসই করা যায় না। কিছুই না করে লাভের গুড় খাচ্ছে ফিফা।” তবে ফিফাকে তুলোধনা করলেও ব্রাজিল দুরন্ত ভাবে বিশ্বকাপ আয়োজন করবে সে ব্যাপারে আশাবাদী ফুটবলের রাজপুত্র।

ব্লাটারের জবাব

ফিফার সমালোচকদের নাম না করেও পাল্টা আক্রমণের রাস্তায় হাঁটলেন সেপ ব্লাটার। কাতার বিশ্বকাপ নিয়ে ফিফার যে ভাবে সমালোচনা করা হয়েছে তার জবাব দেন ব্লাটার। সাও পাওলোয় তিনি বলেন, “ফিফার সমালোচকরা আসলে চান প্রতিষ্ঠানটাই ধ্বংস হয়ে যাক। কারণ, আমাদের সংস্থা খুব শক্তিশালী। এতটাই যে, আশা করি এ ভাবে আমাদের সংস্থাকে ধ্বংস করা যাবে না।” পাশাপাশি ২০২২ কাতার বিশ্বকাপের সমালোচকদের ‘বর্ণবিদ্বেষী আর বৈষম্যমূলক’ আচরণ করার অভিযোগ করেন তিনি। একই বিষয়ে আফ্রিকান ফুটবল সংস্থার সদস্যরা অবশ্য সরাসরি আঙুল তুলেছে ব্রিটিশ মিডিয়ার বিরুদ্ধে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন