বিশ্বকাপ দলের ন’জনের নাম ঘোষণা

চেলসির হার চাইছেন স্কোলারি

এমনিতেই নিজেদের দেশে বিশ্বকাপ জয়ের পথে কাঁটার অভাব নেই। স্পেন থেকে জার্মানি, সবারই লক্ষ্য কী করে ব্রাজিলকে থামানো যায় বিখ্যাত সোনার বলটা ধরার থেকে। এ বার সেই তালিকায় হয়তো যোগ হল ইংল্যান্ডও। যাদের কেউ বিশ্বকাপে ‘ফেভারিট’ হিসেবে না ধরলেও, ব্রাজিল কোচের মন্তব্য হয়তো তাদেরও তাতিয়ে দিল বদলা নেওয়ার জন্য।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৪ ০৩:২৯
Share:

নেইমারদের মনোবিদ রেজিনা ব্র্যান্ডাওয়ের সঙ্গে স্কোলারি। সাও পাওলোর এক অনুষ্ঠানে। ছবি: এএফপি।

এমনিতেই নিজেদের দেশে বিশ্বকাপ জয়ের পথে কাঁটার অভাব নেই। স্পেন থেকে জার্মানি, সবারই লক্ষ্য কী করে ব্রাজিলকে থামানো যায় বিখ্যাত সোনার বলটা ধরার থেকে। এ বার সেই তালিকায় হয়তো যোগ হল ইংল্যান্ডও। যাদের কেউ বিশ্বকাপে ‘ফেভারিট’ হিসেবে না ধরলেও, ব্রাজিল কোচের মন্তব্য হয়তো তাদেরও তাতিয়ে দিল বদলা নেওয়ার জন্য।

Advertisement

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় পর্বের আগে লুই ফিলিপ স্কোলারির প্রার্থনা, লড়াইয়ে থাকা একমাত্র ইংরেজ দল ছিটকে যাক। যে দলকে এক সময় তিনিই কোচিং করিয়েছেন। “চেলসি হেরে গেলেই ভাল। আমি চাই আটলেটিকো জিতুক,” বলে দিলেন স্কোলারি। কারণটা কী? চেলসি দলে আছে ব্রাজিলের চার নির্ভরযোগ্য ফুটবলার- র্যামিরেজ, দাভিদ লুইজ, উইলিয়ান ও অস্কার। চেলসি ফাইনালে উঠলে ২৪ মে খেলতে হবে। অর্থাৎ বিশ্বকাপের দু’সপ্তাহ আগে। ব্রাজিল দলের চার তারকা যাতে বিশ্বকাপের আগে চোট না পায়, তাই দেশের স্বার্থে স্কোলারির কামনা, তাঁর প্রাক্তন ক্লাব ছিটকে যাক। ব্রাজিল কোচ বলেন, “চেলসি ছিটকে গেলে আমার চার ফুটবলার বিশ্রাম পাবে। বিশ্বকাপের আগে যা অবশ্যই দলের জন্য খুব ভাল হবে।”

এ দিন বিশ্বকাপ দলের ন’জন ফুটবলারের নাম আগাম ঘোষণা করে দিলেন স্কোলারি। নেইমার, থিয়াগো সিলভা, জুলিও সেজার, দাভিদ লুইজ, ফ্রেড, উইলিয়ান, অস্কার, পওলিনহো, র‌্যামিরেজ। বার্সেলোনা জার্সিতে ধারাবাহিকতার অভাব হলেও, ব্রাজিল জার্সিতে নেইমারের সেরাটা বেরিয়ে আসবে, আশা স্কোলারির। বলেন, “এই মুহূর্তে বার্সেলোনা ভাল খেলছে না। কিন্তু ব্রাজিল অন্য পদ্ধতিতে খেলে। নেইমারের কোনও সমস্যা হবে না।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement