ডাচদের ভয় পাচ্ছেন স্পেনের বিশ্বজয়ী কোচ

গত বার তাদের হারিয়েই বিশ্বচ্যাম্পিয়নের আসনে বসেছিল স্পেন। চার বছর কেটে গিয়েছে। তবুও এখনও নেদারল্যান্ডসকে ‘ভয়’ পাচ্ছেন স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্কি। ব্রাজিল বিশ্বকাপে একই গ্রুপে (গ্রুপ বি) আছে স্পেন ও নেদারল্যান্ডস। গ্রুপের প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে দু’দল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ মে ২০১৪ ০২:৫৬
Share:

গত বার তাদের হারিয়েই বিশ্বচ্যাম্পিয়নের আসনে বসেছিল স্পেন। চার বছর কেটে গিয়েছে। তবুও এখনও নেদারল্যান্ডসকে ‘ভয়’ পাচ্ছেন স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্কি।

Advertisement

ব্রাজিল বিশ্বকাপে একই গ্রুপে (গ্রুপ বি) আছে স্পেন ও নেদারল্যান্ডস। গ্রুপের প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে দু’দল। যার আগে দেল বস্কি জানালেন যে, রবেন-ফান পার্সিরা এই বিশ্বকাপেও অন্যতম ফেভারিট। “আমার খুব ভাল লাগে নেদারল্যান্ডসের খেলা দেখতে। এই বিশ্বকাপেও ওদের দল খুব ভাল,” বলেছেন স্পেনের বিশ্বজয়ী কোচ। নেদারল্যান্ডসের শক্তিশালী দলের বিরুদ্ধে স্পেন কী ভাবে খেলবে, তার ছক কষে ফেলেছেন দেল বস্কি। নেদারল্যান্ডসের শেষ কয়েক ম্যাচের ভিডিও দেখছেন স্প্যানিশ কোচ। দেল বস্কি বলেন, “নেদারল্যান্ডসের প্রস্তুতির উপরেই সবচেয়ে বেশি নজর আছে। ওদের দলে অনেক ফুটবলার আছে যারা ইউরোপের সেরা ক্লাবগুলোয় খেলে।”

আগামী মঙ্গলবারের মধ্যেই তিরিশ জনের দল ঘোষণা করতে চলেছেন দেল বস্কি। কিন্তু এখনও চূড়ান্ত দল নিয়ে ধন্ধে আছেন তিনি। কাকে ছেড়ে কাকে বাছবেন, সেই সমস্যায় রাতের ঘুম উড়েছে প্রাক্তন রিয়াল মাদ্রিদ কোচের। দেল বস্কি বলেন, “২৩ জনের তালিকাটা আমার দলের জন্য খুব ছোট। অনেক ভাল ভাল ফুটবলারকে বাদ দিতে হবে যারা বিশ্বকাপ দলের থাকার যোগ্য।” চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে দুটো স্প্যানিশ ক্লাব খেলাটা স্পেনকে উদ্বুদ্ধ করবে বলে জানালেন দেল বস্কি। তিনি বলেন, “আন্তর্জাতিক ফুটবলের মতো ক্লাব ফুটবলেও এখন স্প্যানিশ ক্লাবের দাপট। যা দেশের জন্য ভাল।”

Advertisement

মধ্যমণি লুই ফান গাল। হোয়েডারলুতে ডাচদের প্র্যাকটিসে।

স্পেন যদি সতর্ক থাকে, তা হলে নেদারল্যান্ডস আত্মবিশ্বাসী। দলের কোচ লুই ফান গালের প্রশংসা করে ডাচ তারকা আর্জেন রবেন বলেন, “ফান গাল খুবই ভাল কোচ। আমাকে ব্যক্তিগত ভাবে অনেক উন্নতি করতে সাহায্য করেছেন ফান গাল। প্রতিটা ফুটবলারের উপরেই ভরসা রাখেন উনি। যে কারণে সবাই ওঁর দলে খেলতে ভালবাসে।” বিশ্বকাপের আগে অনুশীলনে ভাল প্রস্তুতি চলছে, জানিয়ে রবেন যোগ করেন, “ফান গালের ড্রেসিংরুমে আত্মবিশ্বাস সব সময় তুঙ্গে থাকে। সব ফুটবলাররা সংঘবদ্ধ হয়ে থাকে।” পাশাপাশি আবার জল্পনা চলছে, বিশ্বকাপ শেষেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের নতুন কোচ হতে চলেছেন ফান গাল। শোনা যাচ্ছে নেদারল্যান্ডস ফুটবল বোর্ডের কর্তারা খুবই চিন্তিত যে ম্যান ইউর জন্য না বিশ্বকাপ থেকে ফোকাস সরে যায় ফান গালের। যদিও নেদারল্যান্ডস কোচ বলেন, “অনেক বছর অপেক্ষা করেছি বিশ্বকাপে কোচিং করানোর জন্য। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে প্রস্তাব থাকলেও এখন ওটা নিয়ে ভাবছি না। কেরিয়ারে এ রকম বহু প্রস্তাব পেয়েছি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন