বিপক্ষের মাঠে আজ ইউনাইটেডের মরণবাঁচন লড়াই

দুই বঙ্গসন্তান কোচ দুই মেরুতে

এক ম্যাচ ও তিন বঙ্গসন্তানের ভাগ্য! শনিবারের চার্চিল-ইউনাইটেড স্পোর্টসের মহাযুদ্ধকে অনেকটা এ রকম ভাবেও ব্যাখা করা যেতে পারে। যেখানে ম্যাচের রেজাল্ট যাই হোক না কেন, আই লিগের অবনমন-খাড়া তিন ‘এস’-এর মধ্যে কোন কোচের কপালে নাচছে, সেটা কার্যত স্পষ্ট হয়ে যাবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৪ ০৩:৩১
Share:

এক ম্যাচ ও তিন বঙ্গসন্তানের ভাগ্য!

Advertisement

শনিবারের চার্চিল-ইউনাইটেড স্পোর্টসের মহাযুদ্ধকে অনেকটা এ রকম ভাবেও ব্যাখা করা যেতে পারে। যেখানে ম্যাচের রেজাল্ট যাই হোক না কেন, আই লিগের অবনমন-খাড়া তিন ‘এস’-এর মধ্যে কোন কোচের কপালে নাচছে, সেটা কার্যত স্পষ্ট হয়ে যাবে। চার্চিল (২২ ম্যাচে ২২) জিতলে সুভাষ ভৌমিক সুরক্ষিত। ইউনাইটেড (২২ ম্যাচে ২৩) জিতলে সুব্রত ভট্টাচার্য। আর ম্যাচটার ফয়সালা হোক কিংবা ড্র, মহমেডান (২৩ ম্যাচে ২১) কোচ সঞ্জয় সেনের ক্ষীণ আশা থাকবে। তাই, শনিবার মারগাওয়ের নেহরু স্টেডিয়ামে সাদা-কালো কোচ না থেকেও যেন ভীষণ ভাবে আছেন!

গোয়ায় থাকা সুব্রত ও সুভাষের কথা শুনে অবশ্য মনে হল, দুই বঙ্গসন্তান দুই মেরুতে দাঁড়িয়ে। ফোনে ইউনাইটেড কোচ সুব্রত বলছিলেন, “কোনও টিমই হারার জন্য মাঠে নামে না। তবে এই ম্যাচ থেকে যে করেই হোক পয়েন্ট পেতে চাই। সেটা তিন পয়েন্ট হলে ভাল। এক পয়েন্ট পেলেও চলবে।” আই লিগের অবনমন-আতঙ্ক থেকে পুরোপুরি মুক্ত হতে গেলে অবশ্য তিন পয়েন্ট দরকার ময়দানের ‘বাবলু’র। কিন্তু তার জন্য যে গোলা-বারুদের প্রযোজন, তা এই মুহূর্তে ইউনাইটেড কোচের হাতে নেই। প্রথমে পর্বে ৩-২ জেতা ম্যাচে যিনি জোড়া গোল করেছিলেন, সেই র্যান্টি মার্টিন্স এখন রাংদাজিদে। দলের চার জন গুরুত্বপূর্ণ ফুটবলার দীপক, সংগ্রাম, বিশ্বজিৎ ও তপন মাইতি শনিবারের ম্যাচে নেই। হয়তো সে কারণেই সুব্রত বলছিলেন, “আমার স্ট্র্যাটেজি খুব সহজ। গোল করতে না পারলেও, গোল খাব না।”

Advertisement

গোয়ার হোটেলে যখন গোল না খাওয়ার শপথ নিচ্ছেন সুব্রত, তখন সেই শহরে নিজের ফ্ল্যাটে বসে আক্রমণাত্মক মেজাজে অন্য এক বঙ্গসন্তান। যিনি নোটবুকে আর অবনমনের অঙ্ক-টঙ্ক কষতে চান না। বরং ঘরের মাঠের সুবিধা ও ইস্টবেঙ্গল ম্যাচ জেতার আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে শনিবারই আই লিগে ‘সুরক্ষিত দেশের বাসিন্দা’ হয়ে যেতে মরিয়া। এ দিন গোয়ায় নিউ আলিপুরের বাসিন্দাকে ফোনে ধরা হলে বললেন, “ফুটবলারদের বলেছি, যে ‘অবনমন-অবনমন’ আওয়াজ কলিং বেলের মতো কানের সামনে বেজে চলেছে, তা শনিবারই বন্ধ করে দিতে হবে। জয় ছাড়া আমরা আর কিছুই ভাবছি না।” চার্চিলে চোট-আঘাতের সমস্যা নেই। একমাত্র সতীশ সিংহ ছাড়া সবাই ফিট।

সুব্রত বনাম সুভাষ। যুবভারতীর হাজার ভোল্টের আলোর নীচে যদি দুই প্রধানের কোচ হিসেবে নামতেন, তা হলে শনিবারের উত্তেজনার পরিবেশটাই বদলে যেত! গোয়ায় উত্তেজনার সেই তাপমাত্রা টের পাওয়া না গেলেও, আই লিগের অবনমন-আকাশ অবশ্যই পরিষ্কার হয়ে যাবে।

শনিবারে আই লিগ

ইস্টবেঙ্গল : পুণে এফসি (পুণে, ৪-০০),
চার্চিল : ইউনাইটেড (মারগাও, ৪-৩০)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন