নতুন নায়কও পেলেন পেলিগ্রিনি

মন্টেনেগ্রোর ফুটবলার। উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি। ইতালীয় ক্লাব ফিওরেন্তিনায় থাকাকালীন রিয়াল মাদ্রিদ, চেলসির মতো ক্লাবগুলোর থেকে প্রস্তাব পেয়েছিলেন। শেষ পর্যন্ত তাঁকে তুলে নেয় ম্যাঞ্চেস্টার সিটি। কিন্তু গত মরসুমে গোল করার জন্য নয়, চোটের কারণেই শিরোনামে আসতেন তিনি। তবে নতুন মরসুমে ছবিটা ঠিক উল্টো। প্রাক্ মরসুমে গোলের মধ্যে ছিলেন তিনি। সোমবার রাতেও প্রিমিয়ার লিগের মহারণে ধরা পড়ল সেই ছবি। তিনি- ম্যান সিটির স্টেফান জোভেতিচ। যাঁর জোড়া গোলের সৌজন্যে সোমবার লিভারপুলকে ৩-১ হারাল গত বারের ইপিএল চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৪ ০২:৫০
Share:

জোড়া গোল করে জোভেতিচ। ছবি: রয়টার্স

মন্টেনেগ্রোর ফুটবলার। উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি। ইতালীয় ক্লাব ফিওরেন্তিনায় থাকাকালীন রিয়াল মাদ্রিদ, চেলসির মতো ক্লাবগুলোর থেকে প্রস্তাব পেয়েছিলেন। শেষ পর্যন্ত তাঁকে তুলে নেয় ম্যাঞ্চেস্টার সিটি। কিন্তু গত মরসুমে গোল করার জন্য নয়, চোটের কারণেই শিরোনামে আসতেন তিনি। তবে নতুন মরসুমে ছবিটা ঠিক উল্টো। প্রাক্ মরসুমে গোলের মধ্যে ছিলেন তিনি। সোমবার রাতেও প্রিমিয়ার লিগের মহারণে ধরা পড়ল সেই ছবি। তিনি- ম্যান সিটির স্টেফান জোভেতিচ। যাঁর জোড়া গোলের সৌজন্যে সোমবার লিভারপুলকে ৩-১ হারাল গত বারের ইপিএল চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি।

Advertisement

প্রিমিয়ার লিগের দ্বিতীয় সপ্তাহে এই মেগাম্যাচের জন্য সেরা ফুটবলারদের নিয়েই প্রথম দল গড়েন দুই কোচ। এক দিকে যখন স্টারিজ-স্টার্লিং-জেরারের ত্রয়ীকে আক্রমণে রাখেন লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্স, তখন জবাবে আবার পেলিগ্রিনি রাখেন জোভেতিচ-জেকো-সিলভাকে। ৪১ মিনিটে জোভেতিচের গোলে ১-০ এগোয় ম্যান সিটি। দ্বিতীয়ার্ধের শুরুতে আবার জোভেতিচ নিজের দ্বিতীয় গোল করেন। পরিবর্তে নেমে সের্জিও আগেরোর গোলে এক তরফা ম্যাচে জয় নিশ্চিত করে পেলিগ্রিনির দল।

ম্যাচ জিতিয়ে জোভেতিচ জানিয়ে দেন, সুযোগ কাজে লাগাতে পেরে খুশি তিনি। বলেন, “কোচ আমাকে প্রথম দলে নেওয়ায় খুশি ছিলাম। লিভারপুল খুবই ভাল দল। প্রিমিয়ার লিগ জেতার অন্যতম দাবিদার ওরা। ম্যান সিটির জার্সিতে এটাই আমার সেরা পারফরম্যান্স। আরও অনেক ম্যাচ এ রকম খেলতে চাই। অনেক ট্রফি জিততে চাই।” ম্যাচের সেরা ফুটবলারের সঙ্গে একমত পেলিগ্রিনি বলেন, “লিভারপুলের সঙ্গে জয় মানে তিন পয়েন্ট বোনাস পাওয়ার সমান।” এ দিন আবার নিজের বর্তমান দলের হার মাঠে বসেই দেখলেন মারিও বালোতেলি। তাও আবার প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে। লিভারপুলে তাঁর সরকারি ভাবে আত্মপ্রকাশ হওয়ায়, বালোতেলি জানিয়ে দিলেন এ বারও প্রিমিয়ার লিগ ট্রফি জিততে চান তিনি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন