পা পাড়িয়ে তিন ম্যাচ নির্বাসিত ‘নতুন সুয়ারেজ’

তিনি এখনও পর্যন্ত প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা। ১৯ ম্যাচে ১৭ গোল করে বিপক্ষ রক্ষণের ত্রাস হয়ে উঠেছেন তিনি। তিনি—চেলসি সমর্থকদের চোখের মণি দিয়েগো কোস্তা। তবে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে প্রিমিয়ার লিগ মহাযুদ্ধের চব্বিশ ঘণ্টা আগে দিয়েগো কোস্তা জানতে পারলেন, গুরুত্বপূর্ণ এই ম্যাচে থাকতে পারবেন না তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০১৫ ০৩:২৯
Share:

দিয়েগো কোস্তা

তিনি এখনও পর্যন্ত প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা। ১৯ ম্যাচে ১৭ গোল করে বিপক্ষ রক্ষণের ত্রাস হয়ে উঠেছেন তিনি। তিনি—চেলসি সমর্থকদের চোখের মণি দিয়েগো কোস্তা। তবে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে প্রিমিয়ার লিগ মহাযুদ্ধের চব্বিশ ঘণ্টা আগে দিয়েগো কোস্তা জানতে পারলেন, গুরুত্বপূর্ণ এই ম্যাচে থাকতে পারবেন না তিনি।

Advertisement

কারণটা কী? ক্যাপিটাল ওয়ান কাপের সেমিফাইনালে লিভারপুলের এমরে ক্যানের পা পাড়িয়ে দেন কোস্তা। ফলে এফএ-র শাস্তির মুখে পড়ে তিন ম্যাচ নির্বাসিত চেলসির তারকা স্ট্রাইকার। মঙ্গলবার রাতে লিভারপুলের বিরুদ্ধে ম্যাচে বিপক্ষের তিন ফুটবলারকে পাড়িয়ে দেন কোস্তা। এফএ ভিডিও চাইলে তাতে ধরা পড়ে ইচ্ছাকৃত ভাবেই এমন আচরণ করেন চেলসির ব্রাজিল বংশোদ্ভূত স্প্যানিশ স্ট্রাইকার। যার পরেই কড়া শাস্তির মুখে পড়তে হল কোস্তাকে। তিন ম্যাচ নির্বাসিত হলেন। অর্থাৎ ম্যান সিটির বিরুদ্ধে খেলতে পারবেন না তিনি। এফএ শাস্তি ঘোষণা করার আগে অবশ্য চেলসি সরকারি ভাবে আবেদন জানায় ভুলবশতই কোস্তা পাড়িয়ে দিয়েছেন ক্যানকে। তবে চেলসির আবেদন খারিজ করে নিজেদের সিদ্ধান্তে অটল থাকে এফএ।

কোস্তার শাস্তি ঘোষণা হওয়ার পরে আবার ইংলিশ প্রচারমাধ্যম চেলসি স্ট্রাইকারকে ‘নতুন সুয়ারেজ’ আখ্যা দিয়েছে। অর্থাৎ বিশ্বমানের প্রতিভা হলেও বিতর্কের থেকে দূরে থাকতে পারেন না। কিছু দিন আগেই চেলসির বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে বলায় মোরিনহোকে আর্থিক জরিমানা করা হয়। যিনি এ দিন রাগের মাথায় প্রাক্ ম্যাচ সাংবাদিক সম্মেলন বাতিল করেছেন। কোস্তাকে নির্বাসিত করা ঠিক হয়েছে কিনা, সেই ব্যাপারে অবশ্য বিভক্ত ফুটবলবিশ্ব। এক দিকে যেমন ইংল্যান্ডের প্রাক্তন স্ট্রাইকার মাইকেল আওয়েন বলেন, “কোস্তাকে তিন ম্যাচ শাস্তি দেওয়াটা ঠিক হল না। অনেক স্ট্রাইকার খেলার সময় খারাপ আচরণ করে বসে। কিন্তু সব কিছুই অনিচ্ছাকৃত।” পাশাপাশি আবার কোস্তাকে এক প্রকার টিটকিরি দিয়েই ম্যান সিটি কোচ ম্যানুয়েল পেলিগ্রিনি বলেন, “ কোস্তা খুবই ভাল ফুটবলার। আশা করা যায় শাস্তি হওয়ার পরে কোস্তার শিক্ষা হবে। ও বিশ্বমানের প্রতিভা। এ রকম আচরণ করা উচিত নয়।” শুধু কোস্তা নয়। ইপিএলের প্রথম (চেলসি) বনাম দ্বিতীয়র(ম্যান সিটি) লড়াইয়ে হয়তো চোটের জন্য খেলতে পারবেন না সেস ফাব্রেগাসও। গোটা মরসুম জুড়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন চেলসির মাঝমাঠ তারকা। পনেরোটা গোলমুখী পাস বাড়িয়ে ‘অ্যাসিস্ট’ তালিকায় সবার উপরে স্প্যানিশ মিডিও। কিন্তু লিভারপুল ম্যাচে হ্যামস্ট্রিং সমস্যায় মাঠ ছাড়তে হয় তাঁকে। শুক্রবার হাল্কা অনুশীলন করলেও ম্যান সিটি ম্যাচে না থাকার সম্ভাবনা বেশি ফাব্রেগাসের।

Advertisement

এক দিকে চেলসি জোড়া বাধার মুখে পড়ল। উল্টো দিকে ম্যান সিটিও সমস্যায়। আফ্রিকান নেশনস কাপে খেলতে যাওয়া ইয়াইয়া তোরে ও উইলফ্রেড বনিকে তারা পাবে না। তার উপরে আবার চোট আছে সমীর নাসরিরও। অর্থাৎ, চেলসির মতো ম্যান সিটির অবস্থাও খুব সুবিধের নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন