আমরা রিপোর্ট করব: জিকো

পিরেসকে ঘুষি মারার অভিযোগ হাবাসের বিরুদ্ধে

ম্যাচ জিতলেও বিতর্কের রেশ পিছু ছাড়ল না আটলেটিকো দে কলকাতার। নর্থইস্ট ইউনাইটেড ম্যাচের মতো আবার বিতর্কে জড়ালেন আটলেটিকো কোচ আন্তোনিও হাবাস। হাফটাইমে ড্রেসিংরুমে যাওয়ার সময় এফসি গোয়ার আইকন ফুটবলার রবার্ট পিরেসের মুখে ঘুষি মারার অভিযোগ উঠল আটলেটিকো কোচের বিরুদ্ধে। অভিযোগ গোয়ার কোচ জিকোর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৪ ০৩:১৩
Share:

ম্যাচ জিতলেও বিতর্কের রেশ পিছু ছাড়ল না আটলেটিকো দে কলকাতার। নর্থইস্ট ইউনাইটেড ম্যাচের মতো আবার বিতর্কে জড়ালেন আটলেটিকো কোচ আন্তোনিও হাবাস। হাফটাইমে ড্রেসিংরুমে যাওয়ার সময় এফসি গোয়ার আইকন ফুটবলার রবার্ট পিরেসের মুখে ঘুষি মারার অভিযোগ উঠল আটলেটিকো কোচের বিরুদ্ধে। অভিযোগ গোয়ার কোচ জিকোর।

Advertisement

ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে জিকো বলেন, “আমি দেখিনি, কিন্তু পিরেস বলল ওকে নাকি আটলেটিকো কোচ হাবাস মুখে ঘুষি মেরেছে। পিরেস কিন্তু মিথ্যা কথা বলার ছেলে নয়। খুবই লজ্জাজনক ঘটনা।” এখানেই শেষ নয়। হাবাসের বিরুদ্ধে সরকারি ভাবে অভিযোগও জানাবে গোয়া। জিকোই বলছেন, “এই ঘটনার রিপোর্ট আমরা জমা দেব। আমরা ফুটবল খেলতে এসেছিলাম। বাকিরা মনে হয় আমেরিকান ফুটবল খেলতে নেমেছিল।”

হাফ টাইমে হাবাসের এই রুদ্রমূর্তি দেখে নাকি ভয় পেয়ে যান গোয়ার ফুটবলাররা। জিকোর অভিযোগ, “আমার ফুটবলাররা এতটাই নার্ভাস হয়ে যায় যে দ্বিতীয়ার্ধে মাঠে নামতেও ভয় পেয়ে গিয়েছিল। আমাকে পরিস্থিতি সামলাতে হয়।” ম্যাচ চলাকালীনও কলকাতার ফিকরু এবং গোয়ার আর্নোলিনকে হাতাহাতি এবং ‘হেডবাট’ করতে দেখা যায়।

Advertisement

মাঠে ছিলেন গোয়ার অন্যতম মালিক বিরাট কোহলিও। হাফ টাইমে তিনি টিভি-তে ইন্টারভিউ দেওয়ার সময় বলেন, “সবাই দেখেছে কী হয়েছে। খেলার সময় এ রকম ঘটনা ঘটা উচিত নয়।”

রাতে আটলেটিকোর ম্যানেজার রজত ঘোষদস্তিদার ফোনে বললেন, “আমাদের ড্রেসিংরুমের সামনে সংরক্ষিত এলাকায় একটা জটলা হয়েছে বলে শুনছি। ওখানে সিসিটিভি আছে। কী ঘটেছে তদন্ত করলেই জানা যাবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন