বল গড়াতে বাকি ৩৩ দিন

পঞ্চাশ কোটির ‘পরিবার’ নিয়ে আশা-আশঙ্কা ব্রাজিলে

ব্রাজিল ফুটবল টিমের মান তো বিশ্ব জুড়ে একটা আলোচনার বিষয় সব সময়েই। কর্পোরেট যুগে স্বভাবতই তার সঙ্গে যুক্ত হচ্ছে লুই ফিলিপ স্কোলারির দলের দরও। পরের মাসে ঘরের মাঠে বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের যে দলটা ‘হেক্সা চ্যাম্পিয়ন’ হওয়ার লক্ষ্যে নামবে, তার মোট মূল্য ৫০ কোটি ইউরো। যেমন ভারী দল, তেমনই ভারী দাম! দু’হাজার দুই বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলীয় কোচ স্কোলারি ২০১৪ বিশ্বকাপের জন্য তাঁর ২৩ জনের দল ঘোষণা করার চব্বিশ ঘন্টার মধ্যে ব্রাজিলের বাণিজ্যিক দৈনিক ‘ভ্যালর’ দেশের জাতীয় ফুটবল দলের দর নিরূপণে বসে পড়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ মে ২০১৪ ০২:৫৩
Share:

দেখুন তো কেমন মানাচ্ছে! বিশ্বকাপের আগে ব্রাজিলের জার্সি নিয়ে মারিয়া শারাপোভা। ফেসবুকে নিজেই আপলোড করেছেন এই ছবি।

ব্রাজিল ফুটবল টিমের মান তো বিশ্ব জুড়ে একটা আলোচনার বিষয় সব সময়েই। কর্পোরেট যুগে স্বভাবতই তার সঙ্গে যুক্ত হচ্ছে লুই ফিলিপ স্কোলারির দলের দরও।

Advertisement

পরের মাসে ঘরের মাঠে বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের যে দলটা ‘হেক্সা চ্যাম্পিয়ন’ হওয়ার লক্ষ্যে নামবে, তার মোট মূল্য ৫০ কোটি ইউরো। যেমন ভারী দল, তেমনই ভারী দাম!

দু’হাজার দুই বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলীয় কোচ স্কোলারি ২০১৪ বিশ্বকাপের জন্য তাঁর ২৩ জনের দল ঘোষণা করার চব্বিশ ঘন্টার মধ্যে ব্রাজিলের বাণিজ্যিক দৈনিক ‘ভ্যালর’ দেশের জাতীয় ফুটবল দলের দর নিরূপণে বসে পড়েছে। দেখা যাচ্ছে, গত এপ্রিলে সম্ভাব্য ব্রাজিল টিমের যে দর কষা হয়েছিল, বাস্তবে সেটাও ছাড়িয়ে গিয়েছে। তখন হিসেব কষা হয়েছিল আসন্ন বিশ্বকাপে নেইমার-বাহিনীর মোট দর দাঁড়াতে পারে ৪৭.২ কোটি ইউরো। যেটা বিশ্বচ্যাম্পিয়ন স্পেন (৪৮.৭ কোটি ইউরো) এবং লিওনেল মেসির আর্জেন্তিনার (৪৭.৪ কোটি ইউরো) চেয়ে কম। কিন্তু স্কোলারির চূড়ান্ত দল আর্থিক হিসেবে জাভি-ইনিয়েস্তা এবং মেসি-দি মারিয়া, অন্য দুই হেভিওয়েট দলকেও ছাপিয়ে গিয়েছে।

Advertisement

পঞ্চাশ কোটি ইউরোর ব্রাজিল বিশ্বকাপ টিমে একা নেইমারেরই মূল্য ছ’কোটি ৭৪ লক্ষ ইউরো। তবে এ বারের বিশ্বকাপে ব্যক্তিগত ভাবে সর্বোচ্চ দামী ফুটবলারের তালিকায় বার্সেলোনা স্ট্রাইকার থাকবেন তিন নম্বরে। ব্রাজিলের নেইমারের আগে দরের দিক দিয়ে বিশ্বকাপে থাকছেন তাঁর বার্সেলোনা-সতীর্থ তথা আর্জেন্তিনা অধিনায়ক লিওনেল মেসি (১৩ কোটি ৮১ লক্ষ ইউরো) এবং রিয়াল মাদ্রিদ তথা পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (১০ কোটি ৭৩ লক্ষ ইউরো)।

কুইয়াবায় এই স্টেডিয়ামে দুর্ঘটনায় নির্মাণকর্মীর মৃত্যু হল।

ব্রাজিলীয় সংবাদপত্রটি আক্ষেপ করে লিখেছে, ‘কাকা-রোনাল্ডিনহো-রবিনহোর মতো অভিজ্ঞ সুপারস্টারদের স্কোলারি বিশ্বকাপে না রেখে যেমন ব্রাজিল দলে বিশেষ চমক রাখেননি, তেমনই টিমের দরও পঞ্চাশ কোটির চেয়ে বেশি আর বাড়তে দেননি। কেননা কাকাদের দর বিশ্ব ক্লাব ফুটবলে এখনও উপরের দিকে।”

ব্রাজিল দল নিয়েও পেলের দেশের বিভিন্ন দৈনিকে নানা মনোভাবের হেডিং হয়েছে। যেমন, ‘ফেলিপাও উচ্চাকাঙ্খা সমেত একটা পরিবার বেছেছেন’, কিংবা ‘বিশ্বকাপে নতুন ব্রাজিল পরিবার’। একটি সংবাদপত্রের ব্যাখ্যা, ‘দলটা সবুজ, তবে তাজা আর ক্ষুধার্থ। এই তরুণদের উচ্চাকাঙ্খা বেশি। তিরিশ পার করা অভিজ্ঞদের তুলনায়, যারা তাদের শীর্ষ ফর্ম পেরিয়ে এসেছে।’

যে স্টেডিয়ামে দুর্ঘটনায় নির্মাণকর্মীর মৃত্যু হল সেখানেই
বিশ্বকাপ-যজ্ঞ দেখতে এসেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ।

ব্রাজিলের বিশ্বকাপ টিম নিয়ে যখন আশা-আশঙ্কার চিত্র, তখন টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে নেইমারদের দেশে বেশির ভাগটাই আশঙ্কা। ব্রাজিলে বিশ্বকাপ শুরুর মাত্র ৩৩ দিন আগেও এক স্টেডিয়াম নির্মাণ কর্মীর কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল। এ বার স্টেডিয়ামে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে। এই নিয়ে আট মাসে এ রকম আট জন কর্মীর মৃত্যু ঘটল ব্রাজিলে বিশ্বকাপ আয়োজনের কাজে। যেটা পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের কাপ-সংগঠক হিসেবে মোটেই ভাল বিজ্ঞাপন নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন