বাগান নিতে পারে আরও দুই ফুটবলার

মোহনবাগানে কি আবার যোগ দিতে চলেছেন ডেনসন দেবদাস? সবুজ-মেরুন ক্লাব সূত্রের খবর, ফেড কাপে দলের শক্তি বাড়ানোর জন্য নতুন কোচ সঞ্জয় সেন যে তালিকা কর্তাদের হাতে দিয়েছেন তাতে কেরল মিডিওর নাম আছে। গত বছরও সবুজ-মেরুন জার্সিতেই খেলেছিলেন ডেনসন। এ বছরের গোড়াতে ক্লাবের সঙ্গে আর্থিক সমস্যা হওয়ায় বাগানে আর সই করেননি তিনি। কিন্তু দু’বছর আগে সঞ্জয় সেনের কোচিংয়ে ইউনাইটেড স্পোর্টসে খেলে আসা এই সেন্ট্রাল মিডিওর বাগানের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৪ ০৩:০৭
Share:

মোহনবাগানে কি আবার যোগ দিতে চলেছেন ডেনসন দেবদাস? সবুজ-মেরুন ক্লাব সূত্রের খবর, ফেড কাপে দলের শক্তি বাড়ানোর জন্য নতুন কোচ সঞ্জয় সেন যে তালিকা কর্তাদের হাতে দিয়েছেন তাতে কেরল মিডিওর নাম আছে।

Advertisement

গত বছরও সবুজ-মেরুন জার্সিতেই খেলেছিলেন ডেনসন। এ বছরের গোড়াতে ক্লাবের সঙ্গে আর্থিক সমস্যা হওয়ায় বাগানে আর সই করেননি তিনি। কিন্তু দু’বছর আগে সঞ্জয় সেনের কোচিংয়ে ইউনাইটেড স্পোর্টসে খেলে আসা এই সেন্ট্রাল মিডিওর বাগানের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

শুধু ডেনসন একা নন, এই তালিকাতে রয়েছে সন্দেশ ঝিঙ্গনের নামও। এই মুহূর্তে যিনি কেরল ব্লাস্টার্সে রয়েছেন। এ ছাড়াও রবানন, অনুপম সরকার, সংগ্রাম মুখোপাধ্যায়ের নামও তালিকায় রয়েছে বলে শোনা যাচ্ছে। মোহনবাগানের দায়িত্ব নিয়েই সঞ্জয় অবশ্য বলেছিলেন, রক্ষণ এবং মাঝমাঠে তাঁর ফুটবলার লাগবে। পাশাপাশি শিল্টন পাল ছাড়াও আরও একজন অভিজ্ঞ কিপার তিনি নিতে চান, যদি ক্লাব অনুমতি দেয়।

Advertisement

এ দিকে আইএসএলের পর্ব মিটিয়ে বাগানের পাঁচ ফুটবলার সোমবার প্র্যাকটিসে যোগ দিলেন। এঁরা হলেন শৌভিক ঘোষ, শৌভিক চক্রবর্তী, প্রীতম কোটাল, রাম মালিক এবং মণীশ ভার্গব। আইএসএলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ফেড কাপে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন প্রীতমরা। সঞ্জয় বললেন, “আইএসএলের ফুটবলাররা খেলার মধ্যেই রয়েছে। তবে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন টিমে ওরা ছিল। এমনকী ওরা যে পজিশনে এত দিন খেলে এসেছে, তার বাইরেও অন্য পজিশনে খেলানো হয়েছে। তাই ওরা কোন পজিশনে খেলতে বেশি স্বচ্ছন্দ সেটা আগে আমাকে জানতে হবে।”

এ দিকে সোনি নর্ডি এবং পিয়ের বোয়ার মধ্যে বোঝাপড়া বাড়াতে তাঁদের দু’জনকে নিয়ে আলাদা করে নিয়মিত অনুশীলন করাচ্ছেন সঞ্জয়। শু্যটিং প্র্যাকটিসের সময় কে ক’টা বল গোলে রাখতে পারেন, সেটা নিয়েও ছোটখাটো প্রতিযোগিতা হচ্ছে রোজই। এ দিন প্র্যাকটিসের পর সোনি বলছিলেন, “আমাদের দু’জনকে ঘিরে অনেক প্রত্যাশা রয়েছে। তাই আমাদের বোঝাপড়া যাতে নিখুঁত হয়, সে জন্য আলাদা করে প্র্যাকটিস করছি। সেরাটা দিয়ে ক্লাবকে ট্রফি এনে দিতে হবে যে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন