ব্রাজিল আপডেট

চোটের জন্য এ বার বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন রাশিয়ার অধিনায়ক রোমান শিরোকভ। এপ্রিলে চোট পেয়েছিলেন ৩২ বছরের এই মিডফিল্ডার। পরের সপ্তাহে ফিনল্যান্ডে তাঁর অস্ত্রোপচার হবে।

Advertisement
শেষ আপডেট: ০৮ জুন ২০১৪ ০৩:৪৬
Share:

ছিটকে গেলেন শিরোকভ

Advertisement

চোটের জন্য এ বার বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন রাশিয়ার অধিনায়ক রোমান শিরোকভ। এপ্রিলে চোট পেয়েছিলেন ৩২ বছরের এই মিডফিল্ডার। পরের সপ্তাহে ফিনল্যান্ডে তাঁর অস্ত্রোপচার হবে।

Advertisement

হজসনের অপেক্ষা

অ্যালেক্স অক্সালেডকে প্রথম ম্যাচ থেকে খেলানোর ব্যাপারে আশাবাদী ইংল্যান্ডের কোচ রয় হজসন। বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার ২৪ ঘণ্টা আগে পর্যন্ত ২১ বছরের এই মিডিও-র জন্য অপেক্ষা করতে রাজি আছেন বলে জানিয়েছেন হজসন। বৃহস্পতিবার প্রস্তুতি ম্যাচে লিগামেন্টে চোট পেয়েছিলেন অক্সালেড।

পৌঁছল সুইজারল্যান্ড

সাম্বার দেশের সঙ্গে মানিয়ে নিতে শনিবার সাও পাওলো পৌঁছে গেল সুইৎজারল্যান্ড এবং কলম্বিয়া। ১৫ জুন সুইজারল্যান্ডের প্রথম ম্যাচ। আর ১৪ জুন বিশ্বকাপ অভিযান শুরু করবে কলম্বিয়া।

জিকোর চিন্তা

জিকোর ফুটবল অ্যাকাডেমিতে শনিবার অনুশীলন করলেন বিশ্বকাপের ম্যাচ অফিসিয়াল এবং রেফারিরা। অনুশীলনের পর জিকোর সঙ্গে দেখা করে প্রত্যেকেই উচ্ছ্বসিত। এ দিকে জিকো নিজে ব্রাজিলের তারকা নেইমারকে নিয়ে আশাবাদী। তবে চিন্তিত একটা ব্যাপারে। বিশ্বকাপ ঘিরে ব্রাজিলের উপর যে মারাত্মক প্রত্যাশার চাপ রয়েছে, তা কতটা সফল ভাবে নিতে পারবেন ২২ বছরের স্ট্রাইকার, তা নিয়েই দ্বিধায় জিকো।

বালোতেলিকে পরামর্শ

বিশ্বকাপের বল গড়ানোর আগেই নিজের টিমের তারকা ফুটবলার বালোতেলিকে সতর্ক করলেন সিজার প্রান্দেলি। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলারের বিশৃঙ্খল জীবণই চিন্তায় রেখেছে ইতালির কোচকে। তিনি বালোতেলিকে পরামর্শ দিয়েছেন, মিলানের কোচ সিডর্ফের কথা মেনে মাঠে পজিটিভ কিছু করার। একই সঙ্গে যোগ করেছেন, “একজন ফুটবলারের কাছে বিশ্বকাপ কতটা গুরুত্বপূর্ণ এটা বালোতেলির নিশ্চয়ই জানা আছে।”


ব্রাজিল আর কলকাতাকে একাত্ম করার কর্মযজ্ঞ চলছে। ছবি: শঙ্কর নাগ দাস

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন